এক্সপ্লোর
IPL Records: আইপিএলে শূন্য রানে আউট হওয়ার আগে সর্বাধিক রান করেছেন কোন তারকারা? তালিকায় রয়েছেন একাধিক নাইট
IPL Stats: শূন্য রানে আউট হওয়ার সর্বোচ্চ রান করা তারকাদের সিংহভাগই বর্তমানেও কোনও না কোনও আইপিএল দলের অঙ্গ।

ধারাবাহিকতার অপর নাম রিঙ্কু সিংহ (ছবি: পিটিআই)
1/10

জোহান বোথা কেকেআর, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ২৮ ইনিংসে ৪০৯ রান করেছেন।
2/10

মুম্বই ইন্ডিয়ান্সের ক্যামেরন গ্রিন ১৬ ইনিংসে একবারও শূন্যে রানে আউট না হয়ে মোট ৪৫২ রান করেছেন।
3/10

ইংল্যান্ড প্রাক্তনী ওয়েস শাহ কেকেআরের জার্সিতেও আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। শূন্য রানে আউট হওয়ার আগে ২২ ইনিংস ব্যাট করেছিলেন শাহ। সেই ২২ ইনিংসে তাঁর সংগ্রহ ৫০৬ রান।
4/10

তরুণ সাই সুদর্শন ছোট্ট আইপিএল কেরিয়ারে নিজের ধারাবাহিকতা ও মানসিকতায় সকলকেই প্রভাবিত করেছেন। শূন্য রানে ফেরার আগে তিনি আইপিএলে ৫০৭ রান করেছেন।
5/10

জেসন রয় ২১ ইনিংসে করেছেন ৬১৪ রান গুজরাট লায়ন্স, কিংস ইলেভেন পাঞ্জাব, পুণে ওয়ারিয়ার্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন।
6/10

গত মরশুমে কেকেআরের হয়ে খেলা জেসন রয় এই তালিকায় পঞ্চম স্থানে। ইংলিশ ওপেনার ২১ ম্যাচে ৬১৪ রান করেছেন।
7/10

কেকেআরের বর্তমান দলের অঙ্গ রিঙ্কু সিংহ। তাঁর এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো রিঙ্কুকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। জাতীয় দলেও নিয়মিতভাবে সুযোগ পাচ্ছেন তিনি। ২৯ ইনিংসে একবারও খাতা খোলার আগে সাজঘরে না ফিরে ৭২৫ রান করাটা রিঙ্কুর ধারাবাহিকতার পরিচয়বাহক।
8/10

গুজরাত টাইটান্সের খেতাবজয়ী দলের অঙ্গ রাহুল তেওয়াটিয়া। অতীতে তিনি মূলত স্পিনার-অলরাউন্ডার হিসাবে খেললেও, বর্তমানে তাঁকে ব্যাটিংটাই বেশি করতে দেথা যায়। টাইটান্স তারকার দখলে ৩২ ইনিংসে একবারও শূন্য রানে আউট না হয়ে, ৮২৫ রান করার কৃতিত্ব রয়েছে।
9/10

লিয়াম লিভিংস্টোনের আইপিএলের শুরুটা একেবারেই মনঃপুত হয়নি। তবে তিনি এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ৩২ ইনিংসে ইংল্যান্ডল তারকা ৮২৮ রান করেছেন।
10/10

নিজের সময়ের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটার হিসাবে অ্যান্ড্রু সাইমন্ডসের বেশ সুখ্যাতি ছিল। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে তিনি ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন। ৩৬ ইনিংসে একবারও শূন্যতে আউট না হয়ে ৯৭৪ রান করে শীর্ষে রয়েছেন অজ়ি তারকাই।
Published at : 17 Jan 2024 05:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
