এক্সপ্লোর
IPL 2022 Qualifier Race: দৌড় শেষ মুম্বই, চেন্নাইয়ের, বাকি ৭ দলের প্লে অফে ওঠার অঙ্ক কেমন?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/7251b1c2f92925fbbc1bcfc87968ebcf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্লে অফের দৌড়ে যে দলগুলো
1/10
![দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছেন তারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/e224efbb8792c617b327fe6edc6bb10e2c521.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছেন তারা।
2/10
![দিল্লি ক্যাপিটালস তাদের পরবর্তী ২ ম্যাচেও যদি জিতে যায়। আর লখনউ কেকেআরকে হারিয়ে দেয়। তবে দিল্লির প্লে অফের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। তবে আরসিবি ও রাজস্থান তাদের পরবর্তী ২ ম্যাচ কী করে তার দিকে তাকিয়ে থাকতে হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/c300ae434343b009621c000ef85bc849fe9a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিল্লি ক্যাপিটালস তাদের পরবর্তী ২ ম্যাচেও যদি জিতে যায়। আর লখনউ কেকেআরকে হারিয়ে দেয়। তবে দিল্লির প্লে অফের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। তবে আরসিবি ও রাজস্থান তাদের পরবর্তী ২ ম্যাচ কী করে তার দিকে তাকিয়ে থাকতে হবে।
3/10
![রাজস্থান এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ১২ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। নেট রান রেটও বেশ ভাল। বাকি ২ ম্যাচে জিতলেই প্লে অফে রাজস্থান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/156005c5baf40ff51a327f1c34f2975b0f096.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজস্থান এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ১২ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। নেট রান রেটও বেশ ভাল। বাকি ২ ম্যাচে জিতলেই প্লে অফে রাজস্থান।
4/10
![আরসিবি এই মুহূর্তে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। কিন্তু তারাও প্লে অফে জায়গা করে নিতে পারে। বাকি ২ ম্যাচ জিততেই হবে আরসিবিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/d3a35085db6f4251603ace81fe14b6c8a142d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আরসিবি এই মুহূর্তে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। কিন্তু তারাও প্লে অফে জায়গা করে নিতে পারে। বাকি ২ ম্যাচ জিততেই হবে আরসিবিকে।
5/10
![ফাফ ডু প্লেসির আরসিবির বাকি ২ ম্যাচে জিতলে ১৬ পয়েন্টে শেষ করবে। সেক্ষেত্রে তিন না চার নম্বরে তারা শেষ করবে তার জন্য হয়ত অন্য দলের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/3bf478a16b7ba97f73a379708c303f15e2254.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাফ ডু প্লেসির আরসিবির বাকি ২ ম্যাচে জিতলে ১৬ পয়েন্টে শেষ করবে। সেক্ষেত্রে তিন না চার নম্বরে তারা শেষ করবে তার জন্য হয়ত অন্য দলের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
6/10
![সানরাইজার্স টানা চার ম্যাচে হেরেছে। বাকি ৩ ম্যাচে জিতলেও আরসিবি ও রাজস্থান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/cdb9451a03e6749be7e225d6c9462a57280dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সানরাইজার্স টানা চার ম্যাচে হেরেছে। বাকি ৩ ম্যাচে জিতলেও আরসিবি ও রাজস্থান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
7/10
![সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন। যদি রাজস্থান ও আরসিবি তাদের বাকি ২ ম্যাচে হেরে যায়। তবে নেট রান রেটের হিসেবে সুযোগ আসতে পারে উইলিয়ামসন বাহিনীর সামনে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/197ae145005ce953ee45e2507a1261cd8f643.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন। যদি রাজস্থান ও আরসিবি তাদের বাকি ২ ম্যাচে হেরে যায়। তবে নেট রান রেটের হিসেবে সুযোগ আসতে পারে উইলিয়ামসন বাহিনীর সামনে।
8/10
![কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফের অঙ্ক ভীষণ কঠিন। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর ১২ ম্যাচে ১০ পয়েন্ট নাইটদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/5f30d55dc9cee011b5ab09b319a90a7b3bd3f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলকাতা নাইট রাইডার্সের জন্য প্লে অফের অঙ্ক ভীষণ কঠিন। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর ১২ ম্যাচে ১০ পয়েন্ট নাইটদের।
9/10
![যদি আরসিবি ও রাজস্থান তাদের বাকি ২ ম্যাচের মধ্যে একটি ম্যাচও জেতে, তবে কেকেআরের প্লে অফে ওঠার সুযোগ নষ্ট হয়ে যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/a3ec6ed0baaa9370e46c0bee9abf3a6ea4301.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যদি আরসিবি ও রাজস্থান তাদের বাকি ২ ম্যাচের মধ্যে একটি ম্যাচও জেতে, তবে কেকেআরের প্লে অফে ওঠার সুযোগ নষ্ট হয়ে যাবে।
10/10
![কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের জন্য প্লে অফের রাস্তা খুবই সোজা। দ্বিতীয় দল হিসেবে তারা প্লে অফের চলে যাবে আর একটি ম্যাচ জিতলেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/13/f3ccdd27d2000e3f9255a7e3e2c488003e3bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টসের জন্য প্লে অফের রাস্তা খুবই সোজা। দ্বিতীয় দল হিসেবে তারা প্লে অফের চলে যাবে আর একটি ম্যাচ জিতলেই।
Published at : 13 May 2022 07:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)