এক্সপ্লোর
World Cup: বিশ্বকাপ মাতিয়েছেন এই তাবড় তাবড় ফুটবলাররা
World Cup Football: হাঙ্গেরির বিরুদ্ধে ৮৫ ম্যাচে ৮৪ গোল করেছেন ফেরেন্স পুসকাস। ১৯৫৪ বিশ্বকাপে রানার্স আপ হয় হাঙ্গেরি। স্পেনের হয়ে ৪ ম্য়াচ খেলেছিলেন পুসকাস।
![World Cup Football: হাঙ্গেরির বিরুদ্ধে ৮৫ ম্যাচে ৮৪ গোল করেছেন ফেরেন্স পুসকাস। ১৯৫৪ বিশ্বকাপে রানার্স আপ হয় হাঙ্গেরি। স্পেনের হয়ে ৪ ম্য়াচ খেলেছিলেন পুসকাস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/07/0894e95ff639476b038a27b6a102921e1667789314486206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোনাল্ডো ও জিদান এই তালিকায়
1/10
![৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন রোনাল্ডো। মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন। এছাড়াও ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন বড় রোনাল্ডো।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/8ad14b339891b2c3d83d344255a4e32f826a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৯৮ ম্যাচে ৬২ গোল করেছেন রোনাল্ডো। মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন। এছাড়াও ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের জয়ের নায়ক ছিলেন বড় রোনাল্ডো।
2/10
![১৩৭ ম্য়াচে ৭১টি গোল করেছিলেন মিরোস্লোভার ক্লোজে জার্মানির জার্সিতে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ১৬টি গোল করেছেন। মোট ৪টি বিশ্বকাপ খেলেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/4960f3eb858ec60e21b1473d7217d361b0411.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৩৭ ম্য়াচে ৭১টি গোল করেছিলেন মিরোস্লোভার ক্লোজে জার্মানির জার্সিতে। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ১৬টি গোল করেছেন। মোট ৪টি বিশ্বকাপ খেলেছেন।
3/10
![১৯৬৬ ফুটবল বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন জিমি গ্রিভস। ববি মুরের মত ওয়েম্বলি স্টেডিয়ামের অন্যতম নায়ক ছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/b3255913cf0dc8d40636d1fb6d88656134f7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৬৬ ফুটবল বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন জিমি গ্রিভস। ববি মুরের মত ওয়েম্বলি স্টেডিয়ামের অন্যতম নায়ক ছিলেন তিনি।
4/10
![বিশ্ব ফুটবলের অন্য়তম বর্ণময় চরিত্র জিনেদিন জিদান। ফ্রান্সের জার্সিতে ১০৮ ম্য়াচে ৩১ গোল করেছেন জিদান। ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/174b84ddc4c565f8bed718fd7adbeb2defe5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিশ্ব ফুটবলের অন্য়তম বর্ণময় চরিত্র জিনেদিন জিদান। ফ্রান্সের জার্সিতে ১০৮ ম্য়াচে ৩১ গোল করেছেন জিদান। ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছেন।
5/10
![ফুটবলের রাজপুত্র বলা হয় দিয়েগো মারাদোনা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্য়ান্ডের ৫ ফুটবলারকে ড্রিবল করে গোল করেছিলেন। যা গোল অফ দ্য সেঞ্চুরি বলা হয়। ১৯৭৬ সালে জাতীয় দলে অভিষেক। এর ১০ বছর পর ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/f731cca172bab874b8c7af7ae5012087910f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফুটবলের রাজপুত্র বলা হয় দিয়েগো মারাদোনা। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্য়ান্ডের ৫ ফুটবলারকে ড্রিবল করে গোল করেছিলেন। যা গোল অফ দ্য সেঞ্চুরি বলা হয়। ১৯৭৬ সালে জাতীয় দলে অভিষেক। এর ১০ বছর পর ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা।
6/10
![ফুটবল সম্রাট পেলের থেকে সফল ফুটবলার হয়ত গোটা বিশ্বে নেই। ১৯৫৮ সালে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন। কেরিয়ারে তিনবার ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে বিশ্বকাপ জিতেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/05506aabf8a6074889bb8ff632817d55d48e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফুটবল সম্রাট পেলের থেকে সফল ফুটবলার হয়ত গোটা বিশ্বে নেই। ১৯৫৮ সালে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন। কেরিয়ারে তিনবার ১৯৫৮, ১৯৬২, ১৯৭০ সালে বিশ্বকাপ জিতেছেন।
7/10
![হাঙ্গেরির বিরুদ্ধে ৮৫ ম্যাচে ৮৪ গোল করেছেন ফেরেন্স পুসকাস। ১৯৫৪ বিশ্বকাপে রানার্স আপ হয় হাঙ্গেরি। স্পেনের হয়ে ৪ ম্য়াচ খেলেছিলেন পুসকাস।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/1ef47232bae0d194eefd64344d06b53fceffd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হাঙ্গেরির বিরুদ্ধে ৮৫ ম্যাচে ৮৪ গোল করেছেন ফেরেন্স পুসকাস। ১৯৫৪ বিশ্বকাপে রানার্স আপ হয় হাঙ্গেরি। স্পেনের হয়ে ৪ ম্য়াচ খেলেছিলেন পুসকাস।
8/10
![জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্য়াচ খেলেছেন। ১৫০ ম্য়াচে ২৩ গোল করেছেন লোথার ম্যাথিউজ। ৫টি বিশ্বকাপ খেলেছেন ও ১৯৯০ সালে জিতেছেন ট্রফি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/e9a8ec3552fb0db9315c5f09482a2051667f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জার্মানির হয়ে সবচেয়ে বেশি ম্য়াচ খেলেছেন। ১৫০ ম্য়াচে ২৩ গোল করেছেন লোথার ম্যাথিউজ। ৫টি বিশ্বকাপ খেলেছেন ও ১৯৯০ সালে জিতেছেন ট্রফি।
9/10
![১৯৭৪ সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নেদারল্যান্ডসের জার্সিতে অধিনায়কত্ব করেছিলেন। তিনবারর ব্যাঁল ডি অর বিজয়ী। ৪৮ ম্যাচে ৩৩ গোল করেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/06/37df74fc09065feded61c4b420090d60bb290.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৭৪ সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে নেদারল্যান্ডসের জার্সিতে অধিনায়কত্ব করেছিলেন। তিনবারর ব্যাঁল ডি অর বিজয়ী। ৪৮ ম্যাচে ৩৩ গোল করেছেন।
10/10
![ফ্রাঞ্জ বেকেনবাউর ছিলেন ফ্রান্সের একজন স্বনামধন্য ফুটবলার। ডিফেন্স সামলালেও ১০৩ ম্যাচে ১৪টি গোলও করেছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/07/9eb0f78d87f78e473f64c4bb721737ddfb74a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফ্রাঞ্জ বেকেনবাউর ছিলেন ফ্রান্সের একজন স্বনামধন্য ফুটবলার। ডিফেন্স সামলালেও ১০৩ ম্যাচে ১৪টি গোলও করেছিলেন।
Published at : 07 Nov 2022 08:20 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)