এক্সপ্লোর
T20 World Cup 2024: কাটার নয় ঘোর, বিমানে উঠেও বিশ্বকাপ হাতে কেউ দিলেন পোজ ; কেউ করলেন চুম্বন
২৯ জুলাই শনিবার কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ভারত। যার 'মাস্টারমাইন্ড' রোহিত।

বিশ্বকাপ হাতে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব
1/10

বৃহস্পতিবারই সকাল ৬টা নাগাদ দেশে ফিরছে বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। দিল্লিতে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা।
2/10

এরপর চার্টার্ড বিমানে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। যাবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শেষের এক কিলোমিটার জার্নি হবে খোলা বাসে।
3/10

বুধবার ৩ জুলাই বার্বাডোজ থেকে রওনা দিয়েছে ভারতীয় স্কোয়াড। বিশ্বকাপ নিয়ে পোজ দেন অধিনায়ক রোহিত শর্মা।
4/10

২৯ জুলাই শনিবার কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ভারত। যার 'মাস্টারমাইন্ড' রোহিত। গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া।
5/10

বিশ্বকাপ জয়ের পর থেকে বার্বাডোজে বন্দি ভারতীয় দল। কারণ, হ্যারিকেন বেরিলের ভ্রুকুটি। গত কয়েকদিন হোটেলবন্দিই থাকতে হয়েছে ভারতীয় দলকে। (প্রতীকী ছবি)
6/10

এরপর বিসিসিআই টিম ইন্ডিয়ার সদস্যদের দেশে ফিরিয়ে আনার জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে। ৩ জুলাই যা বার্বাডোজে ল্যান্ড করে। এরপর ভারতীয় দলের সদস্যদের তাতে চড়তে দেখা যায়।
7/10

রোহিত শর্মা সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ হাতে সেই ফ্লাইটে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে তিনি লেখেন, 'বাড়ি ফিরছি।'
8/10

একই ফ্লাইট থেকে বিশ্বকাপকে সামনে রেখে তোলা ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যুজবেন্দ্র চহ্বাল।
9/10

একই বিমানে থাকা মহম্মদ সিরাজকে বিশ্বকাপকে চুম্বন করতে দেখা গেছে। এক্স হ্যান্ডেলে তিনিও সেই ছবি শেয়ার করেছেন।
10/10

বল হাতে গোটা বিশ্বকাপে বিপক্ষকে কাত করেছেন তিনি। যার ফসল বিশ্বকাপ। এবার বাড়ি ফেরার পালা। কিন্তু, বিশ্বকাপ নিয়ে আর একটা ছবি না হলে হয় ? বিশ্বকাপ হাতে বিমানে পোজ দিয়েছেন অর্শদীপ সিংও।
Published at : 03 Jul 2024 06:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
