এক্সপ্লোর
Top Run Scorers in Test in 2021: প্রথম দশে নেই কোহলি, জায়গা করে নিলেন ভারতের ৩ তারকা

Kohli_Rohit_Joe_Root_(1)
1/10

টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। যার ছাপ পড়ল বছরের সর্বোচ্চ রান স্কোরারদের তালিকাতেও। ২০২১ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় প্রথম দশে নেই কোহলি। গত বছরে ১১টি টেস্টের ১৯ ইনিংসে মাত্র ৫৩৬ রান করেছেন কোহলি। বছরের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তিনি রয়েছেন ১৪ নম্বরে। গত বছরে কোহলির ব্যাটিং গড় মাত্র ২৮.২১। চারটিমাত্র হাফসেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ৭২। গত বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন ইংরেজ অধিনায়ক জো রুট। ১৫ টেস্টে ১৭০৮ রান করেছেন তিনি। ৬টি সেঞ্চুরি, ৪টি হাফসেঞ্চুরি। গড় ৬১। সর্বোচ্চ ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ে ২২৮।
2/10

তালিকায় দু'নম্বরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। যিনি সদ্য সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক হয়েছেন। তবে রুটের প্রায় অর্ধেক রান করেছেন রোহিত। ১১ টেস্টে ২৯ ইনিংসে ৯০৬ রান করেছেন রোহিত। দুটি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।
3/10

তালিকায় তিন নম্বরে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে। ৭ টেস্টে ৯০২ রান করেছেন শ্রীলঙ্কার ব্যাটার। ৪টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ২৪৪।
4/10

১২ টেস্টে ৭৪৮ রান করে তালিকার চারে রয়েছেন ঋষভ পন্থ। একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার।
5/10

১৪ টেস্টে ৭০২ রান করে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ভারতেরই চেতেশ্বর পূজারা।
6/10

৯ টেস্টে ৬৯৫ রান করে ছ'নম্বরে রয়েছেন পাকিস্তানের আবিদ আলি।
7/10

১০ টেস্টে ৬৭৫ রান করে সাত নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্র্যাথওয়েট।
8/10

৭ টেস্টে ৬৫৯ রান করে আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে।
9/10

ন'নম্বরে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। ১০ টেস্টে ৬৩৬ রান করেছেন তিনি।
10/10

২০২১ সালে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় প্রথম দশে দশ নম্বর স্থানে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ৭ টেস্টে ৫৯৪ রান করেছেন তিনি।
Published at : 01 Jan 2022 06:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
