এক্সপ্লোর
2022 Maruti Suzuki Brezza: কেনার আগে দেখে নিন মারুতি সুজুকির নতুন Brezza গাড়ির খুঁটিনাটি ফিচার

মারুতি সুজুকি ব্রেজা ২০২২
1/10

মারুতি সুজুকির নতুন কমপ্যাক্ট এসইউভি 'Brezza 2022' লঞ্চ হল ভারতে। এই গাড়ির দাম ও ডিজাইন এবং অন্যান্য ফিচারগুলো দেখে নিন।
2/10

মারুতি সুজুকির এই গাড়ির ভারতে দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। মোট চারটি ভ্যারিয়েন্ট Lxi, Vxi, Zxi এবং Zxi+ লঞ্চ হয়েছে দেশে।
3/10

মারুতি সুজুকির এই নতুন মডেল ৩৯৯৫ মিলিমিটার লম্বা, ১৭৯০ কিলোমিটার চওড়া এবং ১৬৮৫ মিলিমিটার উঁচু। এর পাশাপাশি ২৫০০ মিলিমিটারের হুইলবেস রয়েছে Maruti Brezza 2022 গাড়িতে।
4/10

2022 Maruti Suzuki Brezza গাড়িতে স্টিয়ারিং হুইলের লুক এবং ডিজাইনেও এসেছে বদল। অনেকটা ব্যালেনো মডেলের মতো এই গাড়ির স্টিয়ারিং হুইল।
5/10

মারুতি সুজুকির নতুন গাড়িতে রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। Smartplay Pro+ সাপোর্ট রয়েছে এই সিস্টেমের মধ্যে।
6/10

সেফটি ফিচার হিসেবে মারুতি সুজুকির এই নতুন গাড়িতে রয়েছে ৬টি এয়ারব্যাগ। এছাড়াও এই গাড়িতে রয়েছে একটি ইলেকট্রিক সানরুফ এবং ক্লাইমেট কন্ট্রোল ফিচার।
7/10

গাড়ির ভিতরের অংশের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে। আগের তুলনায় এখনকার কেবিন ডিজাইন অনেক উন্নত ও আধুনিক। গুনমানেও এইসব ফিচার অনেক এগিয়ে রয়েছে।
8/10

সাইড বা পাশ থেকে দেখলে নতুন Brezza গাড়ি আগের মডেলের মতোই দেখতে লাগবে। তবে নতুন গাড়িতে আধুনিক কিছু প্রযুক্তি যুক্ত হয়েছে।
9/10

১.৫১ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে 2022 Maruti Brezza কমপ্যাক্ট এসইউভি মডেলে। এর সঙ্গে রয়েছে একটি নতুন ৬ স্পিড অটোম্যাটিক টর্ক কনভার্টার।
10/10

বলা হচ্ছে, টাটা নেক্সন, হুন্ডাই ভেন্যু, কিয়া সনেট- এইসব গাড়ির সঙ্গে জোরদার পাল্লা দিতে পারে এই মারুতি সুজুকি ব্রেজা ২০২২ মডেল।
Published at : 30 Jun 2022 10:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
