এক্সপ্লোর
Cheapest Smartphones in India: দেশের সবচেয়ে সস্তা স্মার্টফোন, দেখে নিন কাদের নাম আছে তালিকায়
Infinix_Smart_5A
1/8

Infinix Smart 5A: এই ফোনের দাম 6,499 টাকা। মিডনাইট ব্ল্যাক, ওশেন ওয়েভ ও Quetzal সায়ানের মতো রঙে কেনা যাবে এই ফোন। এতে একটি 6.52 ইঞ্চি HD + IPS LCD ডিসপ্লে রয়েছে। কোম্পানি এর সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেয়।
2/8

Itel A27: Itel কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন হিসাবে ভারতে itel A27 লঞ্চ করেছে। Itel A27-এর 2 GB RAM + 32 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 টাকা। স্মার্টফোনটি ক্রিস্টাল ব্লু, ডিপ গ্রে ও সিলভার পার্পল কালার অপশনে পাওয়া যাচ্ছে। কোম্পানি এর সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে।
3/8

Tecno Pop 5 LTE: Tecno Pop 5 LTE এর দাম 6,599 টাকা। ফোনে একটি 6.52-ইঞ্চি IPS LCD HD+ ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 720×1560 পিক্সেল। এতে 2GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ সহ একটি কোয়াড-কোর MediaTek Helio A25 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানি এর সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেয়।
4/8

itel A23 Pro 4G: এই ফোন ভারতের সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন, যার দাম 4,399 টাকা। রিলায়েন্স ডিজিটাল স্টোর, মাই জিও স্টোর, রিলায়েন্স ডিজিটাল ও 2 লাখেরও বেশি খুচরো দোকান এই পোন বিক্রি করে। এটি Android 10.0 (Go Edition) এ চলে। এতে রয়েছে ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারনাল মেমরি। কোম্পানি এর সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেয়।
5/8

Samsung Galaxy M01 Core: Samsung M01 Core ভারতের শীর্ষ 10টি সস্তা স্মার্টফোনের তালিকায় রয়েছে। এই ফোন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। 1+16GB ও 2+32GB ভ্যারিয়েন্ট পাবেন ফোনের। 4,999 টাকায় 1GB মডেলটি ভারতের সবচেয়ে সস্তা Samsung স্মার্টফোন ও এটি Samsung এর খুচরো দোকান, Samsung Opera House, Samsung.com-এও পাওয়া যায়।
6/8

JioPhone Next: নতুন JioPhone-এর দাম 6,499 টাকা। Google ও Jio মিলে তৈরি করেছে এই ফোন। এই স্মার্টফোনে একটি 5.45-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। JioTV, JioCinema, Facebook, গ্যালারি ও প্রি-ইনস্টল করা টোন-ডাউন অ্যাপের সঙ্গে পাবেন এই মডেল। Jio ফোনে 32 GB ইন্টারনাল স্টোরেজ ও 2 GB RAM রয়েছে। মাইক্রোএসডি কার্ড স্লটের সাহায্যে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানি এর সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেয়।
7/8

জিও ফোন নেক্সট নিয়ে এক সময় আগ্রহের শেষ ছিল না। যদিও লঞ্চ হওয়ার আগেই পিছিয়ে যায় এই ফোনের প্রকাশ্যে আসার তারিখ। পরবর্তীকালে ফোন লঞ্চ হলেও সস্তা ফোনের উন্মাদনায় নাম লেখাতে পারেনি এই ফোন।
8/8

সস্তার ফোন হলেও ফোনের সুরক্ষার দিকে নজর দিয়েছে এই কোম্পানিগুলি। কম বাজেটের ফোনেও পাবেন ভাল ফিচার ।
Published at : 11 Apr 2022 09:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
