এক্সপ্লোর
Tech Tips: সচল থাকবে দীর্ঘদিন, জমবে না ধুলোও, কিবোর্ড পরিষ্কারের নিয়ম জানুন
Computer Keyboard: কিবোর্ড পরিষ্কার এবং দীর্ঘদিন সচল রাখবেন কী ভাবে জেনে নিন।
কিবোর্ড পরিষ্কার এবং দীর্ঘদিন সচল রাখবেন কী ভাবে জেনে নিন।
1/10

কর্মক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বেড়েছে বিগত কয়েক বছরে। কিন্তু কম্পিউটার ব্যবহার করলেও, কিবোর্ড ব্যবহারের ক্ষেত্রে উদাসীনতা দেখা যায় আমাদের মধ্যে। কিবোর্ডের স্বাস্থ্যের কথা মাথাতেই থাকে না।
2/10

কিন্তু কিবোর্ড সচল রাখতে গেলে তার স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া উচিত। তাই রক্ষণাবেক্ষণ থেকে মোছামুছির ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া উচিত।
3/10

কিবোর্ডের উপরই সবচেয়ে বেশি ধুলো জমে। তাই ব্যবহারের আগে হাত পরিষ্কার করে নেওয়া ভাল। এতে ধুলো-ময়লা জমবে না কিবোর্ডের উপর।
4/10

ভিডিও গেম খেলার জন্য অনেকেই কম্পিউটার ব্যবহার করেন। তাতে কিবোর্ডের কয়েকটি বাটনের উপর বেশি জোর দেওয়া হয়। তাতে তাড়াতাডি় বিকল হয়ে যায় সেগুলি। তাই জোরে চাপ দেওয়ার আগে খেয়াল রাখুন।
5/10

কিবোর্ড পরিষ্কার করার সময় ধুলো ঝাড়তে হেয়ারড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, গরম হাওয়া যেন কিবোর্ডের উপর না পড়ে সরাসরি।
6/10

চা-কফি অথবা খাবার খাওয়ার সময়ই কিবোর্ড ব্যবহার করি আমরা। একটু এদিক ওদিক হলেই ছড়িয়ে ছিটিয়ে যা তা অবস্থা হতে পারে। তাই জল বা তরলজাীয় পদার্থ কিবোর্ডের থেকে দূরে রাখুন।
7/10

কিবোর্ড পরিষ্কার করতে বেবি ওয়াইপস বা ওয়েট টিস্যু ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, তরল চুঁইয়ে যেন খাঁজে না ঢুকে যায়।
8/10

কিবোর্ড পরিষ্কার করতে আগে কম্পিউটার বন্ধ করুন। পারলে কিবোর্ডের সংযোগও বিচ্ছিন্ন করুন। তার পর ঝাড়ুন। শুকনো করে মুছে তবেই ফের সংযুক্ত করুন।
9/10

কিছু কিবোর্ডের ক্ষেত্রে বাটন খুলে নেওয়া যায়। তাই পরিষ্কার করার আগে সমস্ত তথ্য খুঁটিয়ে পড়ুন। তবেই পরিষ্কারে হাত দিন।
10/10

রাবিং অ্যালকোহল দিয়ে কিবোর্ড পরিষ্কার করে থাকেন অনেকে। খেয়াল রাখুন যে কাপড়ের টুকরো দিয়ে মুছবেন, তাতে যেন রোঁয়া না থাকে।
Published at : 02 Aug 2022 04:13 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর






















