এক্সপ্লোর
iPhone SE 4: আগের থেকে বড় ডিসপ্লে, নচ ডিজাইন থাকতে পারে আইফোন এসই মডেলের আসন্ন ভ্যারিয়েন্টে
iPhone: শোনা যাচ্ছে iPhone XR মডেলের মতো ডিজাইন থাকতে পারে iPhone SE 4 মডেলে।

প্রতীকী ছবি
1/10

শোনা যাচ্ছে, আইফোন এসই ৪ লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদিও অ্যাপেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
2/10

সূত্রের খবর আসন্ন আইফোন এসই ৪ মডেলে নাকি থাকতে চলেছে একটি ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে। তার উপর আবার সেলফি ক্যামেরা সেট করার জন্য নাকি থাকতে পারে নচ কাট আউট।
3/10

শোনা যাচ্ছে যে আইফোন XR মডেলের মতো ডিজাইন থাকতে পারে আইফোন এসই ৪ মডেলে।
4/10

এতদিনে অ্যাপেল সংস্থা তাদের বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন লঞ্চ করেছে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল লেটেস্ট মডেল।
5/10

Macrumors- এর রিপোর্ট থেকে জানা গিয়েছে আইফোন এসই ৪ ফোনে থাকতে চলেছে ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে। DSCC- এর এক অ্যানালিস্ট Ross Young এই ইঙ্গিত দিয়েছেন।
6/10

গত বছরের শুরুর দিকে এই অ্যানালিস্ট বলেছিলেন নেক্সট জেনারেশন আইফোন এসই মডেলে থাকতে পারে ৫.৭ ইঞ্চি থেকে ৬.১ ইঞ্চির মধ্যের আয়তনের একটি ডিসপ্লে।
7/10

এই ডিসপ্লের উপর আবার একটি পাঞ্চ হোল কাটআউট থাকার কথাও বলেছিলেন এই অ্যানালিস্ট। এখানে সেট থাকবে সেলফি ক্যামেরা সেনসর।
8/10

নতুন আধুনিক ডিজাইনের সঙ্গে কম পরিমাণে bezels, notch এবং ফেস আইডি ফিচারের সাপোর্ট থাকতে পারে আসন্ন আইফোনের মডেলে।
9/10

প্রসঙ্গত উল্লেখ্য আইফোন এসই (২০২২)- থার্ড জেনারেশন মডেল লঞ্চ হয়েছে চলতি বছর মার্চ মাসে। এই আইফোনের ৬৪ জিবি মডেল লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়।
10/10

আইফোন এসই ৪ মডেল কবে লঞ্চ হতে পারে সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। এই ফোনের অন্যান্য কোনও ফিচার প্রসঙ্গেও আভাস পাওয়া যায়নি।
Published at : 11 Oct 2022 12:05 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
