এক্সপ্লোর
Jio 5G: ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে জিও ৫জি, কোথায় কীভাবে সুবিধা পাবেন দেখে নিন
Jio 5G in India: চলতি মাসের শুরুর দিকে রিলায়েন্স জিও ৫জি পরিষেবার বিটা ট্রায়াল শুরু করেছিল। এবার আনুষ্ঠানিক ভাবে ভারতে চালু হল জিও ৫জি।
জিও ৫জি
1/10

ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে রিলায়েন্স জিও-র (Reliance Jio 5G) ৫জি সার্ভিস। রাজস্থানের রাজসামান্দের শ্রীনাথজির মন্দির থেকে হাই-স্পিডের (High Speed) এই সার্ভিসের সূচনা করেছেন জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি।
2/10

চলতি বছরেই ভারতের বিভিন্ন বড় শহরে যেমন- দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্স জিও গোষ্ঠীর। এর পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের প্রতিটি কোণায় ৫জি পরিষেবা পৌঁছে দিতে চায় রিলায়েন্স জিও সংস্থা।
Published at : 23 Oct 2022 10:08 PM (IST)
আরও দেখুন






















