এক্সপ্লোর
Mobile Phone Hacking : সফট টার্গেট সাধারণ মানুষই ! ফ্রি স্পাইওয়্যার দিয়ে ফোনে সিঁধ কাটা এখন এতটাই সহজ

ফ্রি স্পাইওয়্যার দিয়ে ফোনে সিঁধ কাটা এখন এতটাই সহজ
1/10

আপনি ফোন মারফত কী করছেন, কার সঙ্গে যোগাযোগ রাখছেন, কী ছবি তুলছেন সব পেয়ে যাচ্ছেন হ্যাকাররা। মুঠো-ফোন আপনার মুঠোয় থাকলেও, ফোনের সব তথ্য চলে যাচ্ছে অন্য কারও কাছে ।
2/10

এমনটাই হচ্ছে। রাজনীতীক, ব্যবসায়ী বা সমাজের কোনও হেভিওয়েট নয়। এক্কেবারে মধ্যবিত্তরাই সফট টার্গেট। সাধারণ মানুষের ফোনও হ্যাক করছে একদল হ্যাকার। তারপর ফোন কল, ব্ল্যাকমেল।
3/10

এর জন্য কোনও বিশাল দামী সফটওয়্যার লাগছে না। পেগাসাসের মতো বদনামি-দামী হ্যাকিং সফটওয়্যারও লাগছে না। এক্কেবারে ফ্রি হ্যাকিং সফটওয়্যার এখন বাজারে অগুনতি।
4/10

এরপরই আপনার ফোন হয়ে যাচ্ছে অন্যের নজরবন্দি। আপনি কার সঙ্গে কথা বলছেন, কী মেসেজ পাঠাচ্ছেন, সব ব্যক্তগত তথ্য, ছবিতে অলক্ষ্যে নজর রাখছে হ্যাকার।
5/10

হয়ত একদিন হঠাৎ করেই এরপর আপনার কাছে ফোন চলে এল বা মেসেজ - 'আপনি কি এখন মিস্টার এক্সের সঙ্গে কথা বলছেন? '....'এই মেসেজটাই পাঠিয়েছেন তো মিস্টার ওয়াইকে?'
6/10

অতি সাবধানে ফোন ব্যবহার করা মানুষের ফোনে কীভাবে ঢুকছে স্পাইওয়্যার? দরজাটা কোথায়? সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানালেন, মনে করা হচ্ছে, এখন অভিভাবকদের ফোন ক্লাস করার জন্য থাকে কচিকাঁচাদের কাছে। তারা ক্লাস করতে করতেই হয়ত পাচ্ছে কোনও অপরিচিতের কাছ থেকে চ্যাট রিকোয়েস্ট।
7/10

অতি সাবধানে ফোন ব্যবহার করা মানুষের ফোনে কীভাবে ঢুকছে স্পাইওয়্যার? দরজাটা কোথায়? সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানালেন, মনে করা হচ্ছে, এখন অভিভাবকদের ফোন ক্লাস করার জন্য থাকে কচিকাঁচাদের কাছে। তারা ক্লাস করতে করতেই হয়ত পাচ্ছে কোনও অপরিচিতের কাছ থেকে চ্যাট রিকোয়েস্ট।
8/10

যাঁরা এতদিন নিশ্চিন্তে ছিলেন, পেগাসাসের মতো দামী আড়ি-পাতার সফটওয়্যারের খরচ কে আপনার জন্য করবে? তাঁদের জন্যই দুঃসংবাদ। এখন বাজারে কিন্তু বহু ফ্রি স্পাইওয়্যার। এসব সন্ধান দুর্বৃত্তদের কাছে তো থাকেই।
9/10

এর থেকে বাঁচার উপায় কি? বাচ্চাদের হাতে ফোন দিন, কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়ে দিন ঠিক কী করবে সে। কৌতুহল বশত কোনও লিঙ্কে বা চ্যাট রিকোয়েস্টে ক্লিক করা থেকে যেন তারা বিরত থাকে।
10/10

অনলাইন ক্লাস চলাকালীনও অচেনা কারও প্রশ্নের উত্তর যেন না দেয়। স্পাইওয়্যারের মাধ্যমে যেভাবে মোবাইল ফোনের সূত্র ধরে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে হানা দেওয়ার অভিযোগ উঠছে, তা ভয়ঙ্কর ও বিপজ্জনক।
Published at : 14 Dec 2021 07:40 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
