এক্সপ্লোর
Upcoming Whatsapp Features: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে কোন কোন ফিচার আসছে আগামী দিনে?
Whatsapp Features: ইউজারদের সুবিধায় এবার কোন কোন ফিচার চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে? দেখে নেওয়া যাক একনজরে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

ইউজারদের সুবিধার জন্য এবং সুরক্ষা ও নিরাপত্তার খাতিরে হোয়াটসঅ্যাপে হামেশাই নতুন নতুন ফিচার চালু হয়। সম্প্রতি দুটো গুরুত্বপূর্ণ ফিচারের কথা প্রকাশ্যে এসেছে।
2/10

শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে আসতে চলেছে 'লক চ্যাট' ফিচার। ইতিমধ্যেই এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে। অর্থাৎ এই ফিচার চালু করার প্রস্তুতিপর্ব চলছে এখন।
3/10

মূলত ইউজারদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরেই এই ফিচার চালু করা হবে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে চলছে পরীক্ষা নিরীক্ষা।
4/10

এই ফিচার চালু হলে ইউজাররা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন, অর্থাৎ গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার।
5/10

স্পষ্ট বোঝা যাচ্ছে, নতুন এই ফিচার চালু হলে ইউজাররা পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন নিজেদের চ্যাট সুরক্ষিত এবং গোপন রাখার। হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের কে বা কারা আপনার চ্যাট দেখতে পাবেন, কারা পাবেন না সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।
6/10

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে জানা গিয়েছে, যখন কোনও চ্যাট লক করা থাকবে তখন কেবল ইউজার পাসকোড এবং ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই ওই লক হয়ে থাকা চ্যাট খুলতে পারবেন।
7/10

তাই যাঁর ফোন তিনি ছাড়া ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের নাগাল পাওয়া বেশ মুশকিল। অন্য কারও হাতে ফোন থাকলেও তিনি যেন আপনার ব্যক্তিগত কোনও তথ্য জেনে না ফেলে তার জন্যই এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে।
8/10

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা নতুন একটি টেক্সট এডিটিং (Text Editing) ফিচার নিয়ে কাজ করছে। আগে শোনা গিয়েছিল, অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য হবে এই ফিচার।
9/10

তবে সম্প্রতি নির্দিষ্ট কিছু বিটা টেস্টারদের (Beta Tester) জন্য এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। আপাতত জানা গিয়েছে হোয়াটসঅ্যাপের এই ফিচার কেবলমাত্র অ্যান্ড্রয়েড ভার্সানেই চালু হবে।
10/10

আইওএস ভার্সানে আগেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। তাই অনুমান করা হচ্ছে, এই ভার্সানে খুব তাড়াতাড়ি রোল আউট শুরু হবে।
Published at : 01 Apr 2023 11:36 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জ্যোতিষ
জ্যোতিষ
খবর
ব্যবসা-বাণিজ্যের






















