এক্সপ্লোর
Realme GT Neo 5: ১০ মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হবে এই স্মার্টফোনে, কোন ফোনে পাবেন এমন সুবিধা?
Smartphone: আপাতত চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৫ ফোন। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে।
রিয়েলমি জিটি নিও ৫, ছবি সূত্র- নিজস্ব চিত্র
1/10

সম্প্রতি নতুন স্মার্টফোন (Smartphone) লঞ্চ করেছে রিয়েলমি (Realme) সংস্থা। জানা গিয়েছে, রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) মডেলে রয়েছে ২৪০ ওয়াটের (240W) ফাস্ট চার্জিং সাপোর্ট।
2/10

এর সাহায্যে এই স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি নিও ৫ ফোনে ২০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৮০ সেকেন্ড, ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৪ মিনিট এবং ১০০ শতাংশ অর্থাৎ ফুল চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে।
Published at : 11 Feb 2023 11:53 AM (IST)
আরও দেখুন






















