এক্সপ্লোর
F23 5G : ১৫,০০০ টাকার মধ্যে এটি সেরা মিডরেঞ্জ ফোন ! এই ৭ কারণে পেয়েছে ধামাকা মডেলের শিরোপা
F23_5G
1/8

Samsung Galaxy F23 5G লঞ্চ করেছে দেশে। গ্যালাক্সি এফ সিরিজে নতুন এন্ট্রি চমকে দিয়েছে ক্রেতাদের। স্যামসাংয়ের ফিচারের সঙ্গে জোরদার পারফরম্যান্স পাবেন এই ফোনে।
2/8

Snapdragon 750G: Samsung Galaxy F23 5G একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SoC চিপসেটে চলে। এই ফোনে 6GB পর্যন্ত RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ (মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যায়) রয়েছে। এটি পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর-সহ গ্যালাক্সি এফ-সিরিজের প্রথম ফোন।
Published at : 12 Apr 2022 08:15 PM (IST)
আরও দেখুন






















