এক্সপ্লোর
Smartphone Price Cut: ২২,০০০ টাকা পর্যন্ত কমল দাম, বাজারের সেরা ফোনে সুবর্ণ সুযোগ
Smartphone Price Cut: কেনার আগে দেখে নিন, এই ফোনগুলিতে দাম কমিয়েছে কোম্পানি।
1/10

Samsung Galaxy Note 20: Samsung Galaxy Note 20 লঞ্চ হয়েছিল 76,999 টাকায়। বর্তমানে স্মার্টফোনটির দাম 22,000 টাকা কমেছে। এর দাম কমে এখন হয়েছে 54,999 টাকা।
2/10

Vivo X60:গত বছরের শুরুতে লঞ্চ হওয়া Vivo X60-এর দাম 3,000 টাকা কমেছে। কোম্পানি 37,990 টাকায় Vivo X60 লঞ্চ করেছে। এখন এটি 34,990 টাকায় পাওয়া যাচ্ছে।
3/10

Apple iPhone 12 mini (64GB):দাম কমানোর আগে iPhone 12 Mini-র বেস মডেল 69,900 টাকায় বিক্রি হচ্ছিল। এখন 10,000 টাকা কমানোর পর ফোনটি 49,999 টাকায় কেনা যাবে। এই স্মার্টফোনে একটি 5.4-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। যা A14 বায়োনিক চিপসেটে চলে।
4/10

Samsung Galaxy S21:69,999 টাকায় লঞ্চ হয়েছিল Samsung Galaxy S21। এখন এর দাম 5,000 টাকা কমেছে। এখন 59,200 টাকায় কেনা যাবে এই ফোন।
5/10

iPhone 11:iPhone 11-এর এই মডেলের দাম আগে ছিল 54,900 টাকা। এর দাম 5,000 টাকা কমানো হয়েছে। স্মার্টফোনটি A13 Bionic চিপসেটে কাজ করে ও সেলফির জন্য 12MP TrueDepth ফ্রন্ট ক্যামেরা সহ পাওয়া যায়।
6/10

OnePlus 8 Pro গত বছরের এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটি 8GB RAM ও 12GB RAM দুটি ভ্যারিয়েন্টে যথাক্রমে 54,999 ও 59,999 টাকায় পাওয়া যেত। 4,000 টাকা দাম কমার পর আপনি 50,999 টাকায় 8GB RAM ভ্যারিয়েন্ট ও 55,999 টাকায় 12GB ভ্যারিয়েন্ট পেতে পারেন।
7/10

Samsung Galaxy Z Flip:Samsung এর ক্ল্যামশেল-ডিজাইন করা ফোল্ডেবল স্মার্টফোনের দাম গত বছর 24,000 টাকা কমেছে। আগে 1,08,999 টাকায় পাওয়া যেত এই ফোন। এখন আপনি 84,999 টাকায় স্মার্টফোনটি কিনতে পারবেন।
8/10

OnePlus 8T: OnePlus 8T-র দুটি ভ্যারিয়েন্ট 8GB RAM ও 12GB মডেল পাওয়া যায়। উভয়ের দাম 4,000 টাকা কমেছে। দাম কমার পরে আপনি 38,999 টাকায় 8GB RAM ভ্যারিয়েন্ট ও 12GB RAM ভ্যারিয়েন্ট 41,999 টাকায় কিনতে পারবেন।
9/10

iPhone 12: আইফোন 12-এর দাম কমানো হয়েছে ভারতে। আগে এর দাম ছিল 79,900 টাকা। iPhone 12 এর 64GB মডেলটি এখন 61,699 টাকায় কেনা যাবে। দাম কমেছে 14,000 টাকা।
10/10

Samsung Galaxy S20 মডেল এখন 15,000 টাকা কমার পর 49,999 টাকায় কেনা যাবে। স্মার্টফোনে একটি 4,000 mAh ব্যাটারি রয়েছে। এটি Exynos 990 চিপসেটে কাজ করে।
Published at : 05 Jan 2022 09:38 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















