২০১৭ সালের ডিসেম্বরে চার হাত এক হয় বিরাট অনুষ্কার।
2/6
অনুষ্কার পোস্টে হবু বাবা বিরাট সঙ্গে সঙ্গেই লেখেন, আমার গোটা পৃথিবী, একটা ফ্রেমের মধ্যে।
3/6
অনুষ্কা লেখেন, 'এর থেকে বড় সত্যি আর খুশির কিচ্ছু হয় না। শরীরের মধ্যে বেড়ে উঠছে ছোট্ট প্রাণ। '
4/6
গত ২৭ অগাস্ট এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেন বিরাট-পরিবার। ২০২১ এই নতুন সদস্যের আগমন, জানান তিনি।
5/6
আইপিএল মরসুম শুরুর একেবারে প্রাক মুহূর্তে খুশির খবর শোনান ভারত অধিনায়ক তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলপতি বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় বিরাটের ঘোষণা, পরিবারে আসছে নতুন সদস্য, তিনি বাবা হতে চলেছেন।
6/6
গত ১৩ সেপ্টেম্বর, অনুষ্কা বেবি বাম্প সহ একটি ছবি পোস্ট করে লিখেছেন, শরীরের মধ্যে বেড়ে ওঠা নতুন প্রাণের কথা।