এক্সপ্লোর
আমরাই জয় পেতে চলেছি, ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই মন্তব্য বাইডেনের
1/10

ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কে বসতে চলেছেন ক্ষমতার মসনদে? এখনও মেলেনি উত্তর। এদিকে, পেনসিলভেনিয়ায় ২৭ হাজারের বেশি ও নেভাদায় প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে বাইডেন। এখনও ৬টি প্রদেশে ভোট গণনা চলছে। এর মধ্যে নজরে রয়েছে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও নেভাদা, এই ৫টি প্রদেশ। হোয়াইট হাউস দখলের ম্যাজিক ফিগার ২৭০। এই মুহূর্তে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ভোট। জর্জিয়ায় এগিয়ে বাইডেন। তবে ভোটের ব্যবধান কম। এরই মধ্যে ট্রাম্প শিবিরের দাবি মেনে জর্জিয়ায় ফের গণনা চলছে। গণনায় কারচুপির অভিযোগ তুলে ট্যুইটও করেছেন ট্রাম্প।
2/10

ফল বলছে জয়ের পথ পরিষ্কার। অপেক্ষা শুধু ঘোষণার। চূড়ান্ত ফল ঘোষণার আগে মন্তব্য বাইডেনের।
Published at :
আরও দেখুন






















