জানা গিয়েছে, মিকেলা বলেছেন, ঘটনার সময় শরীরে কোনও পোশাক না থাকলেও চোরকে একইভাবে শায়েস্তা করতে ঝাঁপিয়ে পড়তে সঙ্কোচ করতেন না তিনি। বাহাদুর পুলিশই বটে! (ছবি-ইনস্টাগ্রাম)।
2/5
সেই ছবি ইনস্টাগ্রাম অ্যাকউন্টে পোস্ট করেছেন মিকেলা। এমন ছবি তো ভাইরাল হওয়ারই কথা। এ আর আশ্চর্যের কী!
3/5
নাম মিকেলা কেলনার। ঘটনার সময় তিনি স্টকহোমের এক পার্কে বন্ধুদের সঙ্গে সূর্যের রোদ গায়ে মাখছিলেন, অর্থাত্ আমরা যাকে সানবাথ বলি আর কী। পরনে বিকিনি। সেখানে উদয় হয় মোবাইল চোর। চকিতে তাকে মাটিতে ফেলে কাবু করে ফেলেন মিকেলা। বিকিনি পরা, তো কী হয়েছে! আগে তো চোরকে পাকড়াও করা দরকার।
4/5
কেননা যার মোবাইল সে হাতসাফাই করতে যাচ্ছিল, ঘটনাচক্রে তাঁর বন্ধু এক মহিলা পুলিশ।
5/5
মোবাইল চোর। কপাল খারাপ ছিল তার। সে একজনের মোবাইল চুরি করতে গিয়েছিল। বুঝতে পারেনি, হাত পুড়বে।