ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আহজারউদ্দীন এবং মডেল-অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বিয়ে হয় ১৯৯৬ সালে। যদিও ২০১০ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়
2/6
দিন কয়েক আগে চাক দে ইন্ডিয়ার অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহির খান। এখন তাঁরা মালদ্বীপে রয়েছেন মধুচন্দ্রিমায়
3/6
গতবছরই যুবরাজ সিংহ বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচকে। পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ-চণ্ডীগড় রোডে ডাফেরা গ্রামে বাবা রাম সিংহ গান্ডুয়ান ওয়ালের ডেরায় বিয়ে করেন যুবি-হেজেল
4/6
বিরাট কোহলি-অনুষ্কা শর্মা গতকালের পর আনুষ্ঠানিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরসঙ্গে সঙ্গে তাঁরা সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন, যে ট্রেন্ড শুরু করেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি
5/6
তবে এই ট্রেন্ড শুরু হয়েছিল শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পতৌদির হাত ধরে। ১৯৬৯ সালের ২৭ ডিসেম্বর নিকাহ হয় শর্মিলা এবং পতৌদির।
6/6
২০১৫ সালে পঞ্জাবি স্টাইলে জলন্ধরে বিয়ে করেন হরভজন সিংহ-অভিনেত্রী গীতা বসরা।