‘সনেট’-এ থাকছে তিনটি ইঞ্জিন। একটি চলবে ডিজেলে এবং বাকি ইঞ্জিনগুলি চলবে পেট্রোলে।
2/6
‘সনেট’-এ ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন, বোস অডিও সিস্টেম সহ বিভিন্ন সুবিধা থাকছে।
3/6
কিয়ার অন্যান্য এসইউভি-র মতোই ‘সনেট’-এর ডিজাইনও অত্যন্ত আকর্ষণীয়। গাড়িটি সামনে থেকে দেখে সেল্টসের মতোই মনে হয়। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির তুলনায় ‘সনেট’-এর চাকা বড়।
4/6
হুন্ডাই ভেন্যু, মারুতি ব্রেজা, মাহিন্দ্রা এক্সইউভি ৩০০, ফোর্ড ইকো স্পোর্ট, টাটা নিক্সনের মতো গাড়িগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে ‘সনেট’।
5/6
এ বছরের সেপ্টেম্বরে ভারতের বাজারে আসতে চলেছে ‘সনেট’। এই গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি ও ইঞ্জিন থাকছে।
6/6
কিছুদিন পরেই ভারতের বাজারে আত্মপ্রকাশ ঘটতে চলেছে কিয়ার তৃতীয় এসইউভি-র। এই গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘সনেট’।