হোমPhotosকোভিড-১৯: এয়ারলিফ্ট করে মেডিক্যাল ইভাক্যুয়েশনের মহড়া নৌবাহিনীর
কোভিড-১৯: এয়ারলিফ্ট করে মেডিক্যাল ইভাক্যুয়েশনের মহড়া নৌবাহিনীর
By : সুশান্ত দাস | Updated at : 10 Apr 2020 10:20 AM (IST)
1/8
সফলভাবে, রোগীকে স্থানান্তরিত করার পর বাধ্যতামূলকভাবে বিমান ও ক্রু-কে স্যানিটাইজ করা প্রয়োজন। মহড়ায় তাও দেখা হয়।
2/8
অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) এবং নৌসেনার ডর্নিয়ার বিমান করে রোগীদের কীভাবে স্থানান্তরিত করা হবে, তার মহড়া চলে।
3/8
আকাশপথে কোভিড-১৯ আক্রান্তদের মেডিক্যাল ইভাক্যুয়েশনের মহড়া সেরে রাখল নৌবাহিনী। লক্ষদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জ ও আরবসাগরে ভাসমান রণতরীতে যদি কোনও ব্যক্তি বা নৌকর্মী কোভিড -১৯ সংক্রমিত হন, তাহলে কীভাবে তাঁকে এয়ারলিফ্ট করে আনা হবে, তারই মহড়া করল নৌসেনার সাদার্ন কমান্ড।
4/8
এর মাধ্যমে অতিরিক্ত পোশাক এবং পিপিই-র ফলে উড়ানের সময় কোনও সমস্যা হচ্ছে কি না তা খতিয়ে দেখাই লক্ষ্য।
5/8
ককপিটে বসা পাইলটের সঙ্গে রোগীর কোনওভাবে যাতে সংস্পর্শ না ঘটে, সেই জন্য পলিথিন ফিল্ম দিয়ে একটি বিশেষ পর্দার মাধ্যমে দুদিক আলাদা করা হয়।
6/8
যে এয়ার ক্রু রোগীদের সঙ্গে থাকবেন, সুরক্ষার জন্য তাঁরা পার্সোনাল প্রোটেকটিভ গিয়ার (পিপিই) পরেই মহড়ায় অংশ নেন।
7/8
রোগীকে কীভাবে তোলা হবে, তাঁকে কীভাবে রাখা হবে এবং সংক্রমণ রোধে কী কী ব্যবস্থাগ্রহণ করা হবে, তাও মহড়ায় পরীক্ষা করা হয়।
8/8
পিপিই-এর প্রভাব বুঝতে বিমানগুলিকে বিভিন্ন উচ্চতায় উড়িয়ে মহড়া করা হয়। যাতে বোঝা যায়, কোন উচ্চতায় পিপিই-তে কী প্রভাব পড়ছে। একইসঙ্গে বিমানের ভিতর যে বদল ঘটানো হয়েছে, সেটা উচ্চতার সঙ্গে কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারও পরীক্ষা করা হয়।