চিনি দিয়ে তৈরি খাবার বা চায়ে বেশি করে চিনি খাওয়ার সঙ্গে এই রোগের সম্পর্ক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এক ব্যক্তি সারা দিনে ৬ চামচ চিনি খেতে পারেন।
2/6
তবে এই রিপোর্ট এখনও প্রমাণিত নয়। এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইলে বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা ভাল।
3/6
ডায়াবিটিসের কারণ ভিন্ন। ফল আর দুগ্ধজাত জিনিসপত্রতে স্বাভাবিক শর্করা থাকে। যদি আমরা এই সব খাবার সরাসরি খাই বা অন্যভাবে খাবারে মিশিয়ে খাই, তাহলে ডায়াবিটিসের ভয় সবথেকে বেশি থাকে।
4/6
কিন্তু এই ধারণা ঠিক নয়। সাম্প্রতিক এক গবেষণা বলছে, মিষ্টি খেলে ডায়াবিটিস হয় বলে যাঁরা মনে করেন, তাঁরা ভুল ভাবেন।
5/6
ডায়াবিটিসে বিব্রত গোটা বিশ্বের লোক। প্রচলিত ধারণা হল, ডায়াবিটিস হলে মিষ্টি নৈব নৈব চ। অনেকে আবার বলেন, মিষ্টি খেলেই ডায়াবিটিস হয়ে যাবে।
6/6
ডায়াবিটিসে বিব্রত গোটা বিশ্বের লোক। প্রচলিত ধারণা হল, ডায়াবিটিস হলে মিষ্টি নৈব নৈব চ।