দুধের সঙ্গে কেশর মিশিয়ে কপালে লাগালে জ্বর, ঠান্ডা লাগা থেকে মুক্তি পাওয়া যায়।
5/11
সর্দি-কাশি, ঠান্ডা লাগা থেকে মুক্তি পেতে কেশরের উপকারিতা অপরিসীম।
6/11
অসময়ে চুলে পড়ে যাওয়া বা অ্যালোপেসিয়া থেকে মুক্তির জন্যে কেশরের উপকারিতা অপরিসীম। এক গ্লাস দুধ ও যষ্টিমধুর সঙ্গে কেশর মিশিয়ে খেলে, খুব তাড়াতাড়িই চুল পড়া বন্ধ হয়।
7/11
এক গ্লাস দুধে এক চিমটে কেশর ফেলে দিয়ে খেলে বয়ঃসন্ধির সময় মেয়েদের না না সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
8/11
কেশরে একধরনের জিনিষ আছে, নাম ক্রোসিন, বার্ধ্যকজনিত নানা সমস্যায় খুব উপকারী। জাপানে কেশর ব্যবহার করা হয় পার্কিনসন্স, স্মৃতিশক্তি হ্রাস হওয়ার মতো রোগ নিয়ন্ত্রণ করতে।
9/11
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কেশর
10/11
ঘামের গন্ধ দূর করতে, অ্যাসিডিটি থেকে বাঁচতে এবং মহিলাদের মাসিকজনিত সমস্যায় মারাত্মক উপকারী এই কেশর
11/11
কেশর মূলত বিশ্বের সবচেয়ে দামি মশলার অন্যতম। এইমুহূর্তে ইরান, গ্রিস, মরোক্ক, স্পেন, ভারতের কাশ্মীর এবং ইতালিতে উৎপন্ন করা হয় কেশর।