তবে এজন্য রেল কর্তৃক উল্লিখিত নির্দিষ্ট কিছু নির্দেশিকা অনুসরণ করতে হবে।
2/6
যাত্রী যদি কোনও বিয়ে বাড়ির হন, তাহলে লিখিত অনুরোধের ভিত্তিতে তিনি অন্য কাউকে টিকিট হস্তান্তর করতে পারবেন।
3/6
এনসিসি ক্যাডেট বা ক্যাডেট গ্রুপ সংশ্লিষ্ট গ্রুপের প্রধানের লিখিত অনুরোধের মাধ্যমে টিকিট অন্যান্য কাডেটদের হস্তান্তর করতে পারবেন।। সংশ্লিষ্ট ট্রেনের যাত্রা শুরুর ২৪ ঘন্টা আগে তা করতে হবে।
4/6
রেলের পক্ষ থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, রেলওয়ে প্রশাসন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেশনগুলির চিফ রিজার্ভেশন সুপারভাইজারদের এক্ষেত্রে দায়িত্ব দিয়েছে। তাঁরাই কোনও যাত্রীর নামে রিজার্ভ করা সিট বা বার্থ অন্য কোনও নামে বদল ঘটাতে পারবেন।
5/6
যাত্রীদের পক্ষে স্বস্তির খবর। টিকিট কনফার্মড হলেও যাত্রা করতে না পারলে কোনও যাত্রী এবার থেকে ওই টিকিট অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন। রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
6/6
বিবৃতিতে আরও বলা হয়েথে, যাঁর নামে কনফার্মড টিকিট রয়েছে তিনি টিকিট তাঁর বাবা, মা, স্ত্রী বা স্বামী, ভাই-বোন বা সন্তানদের নামে হস্তান্তরিত করতে পারবেন। তবে যাত্রা শুরুর নির্ধারিত সময়েক ২৪ ঘন্টা আগে তা করতে হবে। সরকারি কর্মচারীরা তাঁর নামে কাটা কনফার্মড টিকিট অন্যের নামে বদলের জন্য নির্ধারিত সময়ের ২৪ ঘন্টা আগে অনুরোধ জানাতে পারবেন।