এক্সপ্লোর
Sri Ramakrishna Birthday : মন্দ লোকের প্রভাব থেকে বাঁচবেন কীভাবে? সংসারে সব মানুষই কি সমান? কী বলেছিলেন শ্রীরামকৃষ্ণ?
শ্রীরামকৃষ্ণ দর্শন বলে, সব ধর্মই সত্য কারণ তারা একই পরম লক্ষ্যের দিকে নিয়ে যায়। ঈশ্বর লাভের জন্য মন পবিত্র হওয়া দরকার।

সংসারে সব মানুষই কি সমান? কী বলেছিলেন শ্রীরামকৃষ্ণ?
1/10

১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি । হুগলি জেলার কামারপুকুর গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের ঘরে জন্ম নিলেন যুগাবতার। শ্রীরামকৃষ্ণের জন্মের আগে অনেক আধ্যাত্মিক ইঙ্গিত পেয়েছিলেন বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মা চন্দ্রমণি দেবী । দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক পরিবারের ছেলেটি পরবর্তীতে জগতকে দেখাল আলোর দিশা। দিলেন সর্বধর্মসমন্বয় ও জীবপ্রেমের বার্তা।
2/10

তিনি ঈশ্বরকে দেখতে চেয়েছিলেন নানা পথে আরাধনা করে। বিশ্বাস রাখতেন,সব পথ এসে মিলে যাবে শেষে - ঈশ্বরেই। ঈশ্বরলাভের অদম্য তৃষ্ণা নিয়ে, শ্রীরামকৃষ্ণ কখনও সাধনা করেছে ইসলাম মতে, কখনও খ্রিস্টধর্মের পথে । যীশু এবং বুদ্ধকে ঈশ্বরের অবতার হিসেবে প্রত্যক্ষ করেছেন তিনি। সব সাধনার শেষে তিনি কলিযুগের মানুষকে বার্তা দিয়েছেন -যত মত, তত পথ ।
3/10

শ্রীরামকৃষ্ণ দর্শন বলে, সব ধর্মই সত্য কারণ তারা একই পরম লক্ষ্যের দিকে নিয়ে যায়। ঈশ্বর লাভের জন্য মন পবিত্র হওয়া দরকার। কাম ও লোভ থেকে মুক্তিই ঈশ্বরলাভের পথের প্রথম সিঁড়ি। তাঁর কাছে সন্ন্যাসী ভক্তরাও ছিলেন পুত্রতুল্য, তেমনই তাঁর ছায়াতলে এসে স্বস্তি লাভ করেছেন বহু গৃহীভক্ত।
4/10

সব মানুষকেই ভালবাসার বার্তা দিয়েছিলেন রামকৃষ্ণ। কিন্তু সংসারে সব মানুষ তো সমান নয়, তাহলে খারাপ লোকের থেকে নিস্তার কীভাবে। একবার স্বামী বিবেকানন্দই জিগ্যেস করেছিলেন ঠাকুরকে।
5/10

সংসারে মন্দ লোকের হাত থেকে নিস্তার কীভাবে? শ্রীরামকৃষ্ণ করেছিলেন, নরেন্দ্র। তুই কী বলিস? সরল উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন রামকৃষ্ণদেব। হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার করবার চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কী করবি? নরেন্দ্র জবাবে বলেছিলেন, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে।
6/10

সবার মধ্যে ঈশ্বর বিরাজমান। তাহলে সংসারে সব মানুষই কি সমান? এই প্রশ্নের উত্তর বারেবারে দিতে হয়েছিল শ্রীরামকৃষ্ণকে । কখনও বিদ্যাসাগরকে, কখনও সাধারণ ভক্তদের।
7/10

ঠাকুর বলতেন, ঈশ্বর সবার মধ্যেই আছেন। তবে শক্তি - বিশেষ। 'তিনি বিভুরূপে সর্বভূতে আছেন। পিঁপড়েতে পর্যন্ত। কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোক দশজনকে হারায় কী করে? '
8/10

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার শ্রীরামকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন, 'তোমাকেইর সবাই মানে কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে-তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। এ কথা মানতেই হবে।'
9/10

ঠাকুর শুধু বারে বারে বোঝাতে চেয়েছেন, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা ইত্যাদি ধৈর্যের সাথে সহ্য করতে হবে এবং সকল পরিস্থিতিতে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে হবে ।
10/10

তথ্য সূত্র : শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত সহজপাঠ , ত্রিদিব বসু ও https://rkmjoyrambati.org/
Published at : 18 Feb 2025 03:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
