পাকিস্তানের জেএফ-১৭ তাদের পুরনো যুদ্ধবিমান মিরাজ III আর চেংদু জম্মু- ৭-এর জায়গা নেবে।
2/5
তেজস ও জেএফ ১৭-এর তুলনা চললেও বিশেষজ্ঞরা মনে করেন, এই দুই বিমানের ডিজাইন পুরোপুরি আলাদা। তেজস হল আগামী প্রজন্মের লড়াকু বিমান যার অত্যাধুনিক প্রযুক্তি তুলনীয় ইজরায়েলের এইচএমডি বিমানের সঙ্গে।
3/5
তেজস (এলসিএ) এখনও হাতে পায়নি ভারতীয় বায়ুসেনা। ১৯৮৪-তে তৈরি হয় এই যুদ্ধবিমান। এটি তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড ও ডিআরডিও। ৩০০০-এর বেশি বার উড়েছে এই তেজস কিন্তু এখনও আইএএফের অন্তিম অপারেশনাল ক্লিয়ারেন্স পায়নি এটি।
4/5
জেএফ-১৭ থান্ডার তৃতীয় প্রজন্মের লড়াকু যুদ্ধবিমান। পাকিস্তানের অ্যারোনটিকাল কমপ্লেক্স (পিএসি), কামরা আর চিনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন তৈরি করেছে এটি। ২০১০-এ তৈরি হয়েছে এই বিমান। গত মাসে পাক বায়ুসেনা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে লঞ্চ করেছে এটিকে।
5/5
দেশে তৈরি যুদ্ধবিমান তেজস (এলসিএ) গত সপ্তাহে শিখর এয়ারবেসে বাহরিন ইন্টারন্যাশনাল এয়ারশো ২০১৬-য় যোগ দিয়েছে। এই প্রথম কোনও বিদেশি এয়ারশো-তে যোগ দিল ভারতীয় যুদ্ধবিমান। তেজসের তুলনা করা হয় চিনা প্রযুক্তিতে নির্মিত পাকিস্তানের যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডারের সঙ্গে।