মৃত্যু হল প্রথম মহিলা এভারেস্টজয়ী জুনকো তাবেই-এর। বয়স হয়েছিল ৭৭। ১৯৭৫-এ ৩৫ বছর বয়সে বিশ্বের প্রথম মহিলা হিসাবে এভারেস্ট জয় করেন জুনকো। ১৯৯২-এর মধ্যে সপ্তশৃঙ্গ জয় করেন তিনি। শেষবার মাউন্ট ফুজিতে উঠেছিলেন ২০১১ সালে
2/5
ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে জাপানের টোকিওতে মৃত্যু হল তাঁর।
3/5
১৯৬৯ সালে প্রতিষ্ঠা করেন 'লেডিজ ক্লাইম্বিং ক্লাব'। মহিলাদের পর্বতারোহনে উত্সাহ বাড়াতেই এই ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
4/5
১৯৩৯ সালে জাপানের ফুকুশিমা থেকে ১৪০ মাইল দূরে একটি পাহাড়ি শহর মিহারুতে জন্ম হয় তাঁর। তাঁর প্রথম পর্বত আরোহন ছিল মাউন্ট নাসু।
5/5
পর্বতারোহন ছিল তাঁর নেশার মতো। ৭০ টি দেশের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ জয় করেছেন তিনি।