সারা দেশের অসংখ্য মানুষের মতোই বলিউড তারকারাও এই ঘটনা নিয়ে সরব হন। প্রত্যেকেই আবু আজমির মন্তব্যের তীব্র নিন্দা করেন
2/8
বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে বেশ কয়েকজন মহিলার শ্লীলতাহানির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সমাজবাদী পার্টি নেতা আবু আজমি। এবার তাঁর সুপুত্র ফারহানও একই ঘটনার পরিপ্রেক্ষিতে বিতর্কে জড়ালেন। বাপ কা বেটাই বটে!
3/8
অভিনেত্রী এষা গুপ্তও অন্য অনেকের মতোই আবু আজমির মন্তব্যের নিন্দা করেন
4/8
বাবার মন্তব্যের নিন্দা করা দূর, তাঁকে সমর্থন করেন ফারহান। সপা নেতার পুত্র ট্যুইটারে লেখেন, যাঁরা শরীর বিক্রি করে পেট চালান, তাঁদের সমাজ বেশ্যা বলে। আর যাঁরা শরীর দেখিয়ে অর্থ রোজগার করেন, তাঁদের সম্মান করা হয়, এটা কেন হবে?
5/8
বেঙ্গালুরুর এমজি রোড ও ব্রিগেড রোডে বেশ কয়েকজন মহিলার শ্লীলতাহানি করা হয়। আবু আজমি এই ঘটনা নিয়েই বিতর্কিত মন্তব্য করেন
6/8
অভিনেত্রীদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করা ফারহানের স্ত্রী অভিনেত্রী আয়েশা টাকিয়া। এই বিতর্কে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি
7/8
অনেকেই ফারহানের এই মন্তব্যের নিন্দায় সরব হলেও, রুস্তম খ্যাত এষা লেখেন, ছোট মনের লোকেদের বেশি গুরুত্ব দেওয়া উচিত না
8/8
তিনি ট্যুইটারে লেখেন, আবু আজমির মা এহেন ছেলেকে জন্ম দেওয়ার জন্য লজ্জিত হতেন। ধর্ম কারও পোশাক নির্দিষ্ট করে দেয় না। ছোট মনের লোকজনই পোশাকের দোহাই দেয়