এক্সপ্লোর
তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে ‘ট্রোলড’ মহম্মদ কাইফ

1/5

তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে সারা দেশ। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন।
2/5

Xahoor bhat নামে ট্যুইটার হ্যান্ডেলের ট্যুইট, ‘ইসলামে মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত..একজন মুসলিম হিসেবে আপনি তা জানেন’। সেলিব্রটিদের অনলাইনে ট্রোলিংয়ের শিকার হওয়া নতুন কিছু নয়। কিন্তু তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিয়ে মন্তব্যের জেরেও যে সমালোচনার মুখে পড়তে হবে, তা সম্ভবত ভাবতেও পারেননি কাইফ।
3/5

Shahid jamal নামে ট্যুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘কাইফ-বাবু, যে বিষয়ে জানা নেই, সে সম্পর্কে ট্যুইট করবেন না’।
4/5

Aimim rebel ladka নামে এক ট্যুইটার হ্যান্ডেলে কাইফকে নিশানা করে লেখা হয়েছে, ‘স্যর, কাকে খুশি করতে এ ধরনের ট্যুইট করেন’।
5/5

কাইফ ট্যুইটারে লিখেছেন, ‘তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি।এতে মুসলিম মহিলারা নিরাপত্তা পাবেন। লিঙ্গ সংক্রান্ত ন্যায়বিচার অত্যন্ত জরুরি’। তাঁর এই ট্যুইটকে নিশানা করার লোকেরও অভাব হয়নি। তারা এজন্য কাইফের সমালোচনা করেছে।
Published at : 23 Aug 2017 10:07 AM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
