আজ শেষ হচ্ছে দেশব্যাপী ২১ দিনের লকডাউন। আজ সকাল ১০টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে করোনাভাইরাসের ব্যাপ্তি রুখতে লকডাউন বাড়ানো হবে কি না, তা জানতেই সকলে উদগ্রীব
2/5
শুধু অসম নয়। পার্শ্ববর্তী মেঘালয়-তেও ১৩ থেকে ১৭ এপ্রিল দিনে সাত ঘণ্টা করে মদের দোকান ও সংশ্লিষ্ট গুদাম খোলার অনুমতি দিয়েছে সেখানকার প্রশাসন।
3/5
দোকানের পাশাপাশি সোমবার থেকেই খোলার অনুমতি দেওয়া হয়েছে মদের গুদাম, বটলিং প্ল্যান্ট, ডিস্টিলারিজ এবং ব্রুয়ারিজগুলিকেও।
4/5
এরপরই, সোমবার মদের দোকানের বাইরে মানুষের দীর্ঘ লাইন দেখতে পাওয়া গিয়েছে। উপস্থিত পুলিশকর্মীদের দেখা গিয়েছে ভিড় সামাল দিতে। সকলে যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখে, তা নিশ্চিত করেছে পুলিশ।
5/5
লকডাউনের মধ্যেই সোমবার থেকে অসমের সব মদের দোকান খোলার অনুমতি দিল সর্বানন্দ সোনোয়াল সরকার। দিনে সাত ঘণ্টা করে খোলা রাখা হবে বলে জানানো হয়েছে।