এক্সপ্লোর
দ্রুততম শতরানে কেদারের থেকে এগিয়ে বিরাট, সহবাগ, আজহারউদ্দিন, যুবরাজ
1/6

রবিবার পুণেয় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৩৫১ রান তাড়া করে তিন উইকেটে জয় পেয়েছে ভারত। একসময় ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত। পঞ্চম উইকেট জুটিতে বিরাট কোহলি ও কেদার যাদব ২০০ রান যোগ করে দলকে জয় এনে দেন। বিরাট ১০৫ বলে ১২২ এবং কেদার ৭৬ বলে ১২০ রান করে আউট হন
2/6

বিরাট একদিনের আন্তর্জাতিকে দু বার কেদারের থেকে কম বলে শতরান করেছেন। দু বারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। জয়পুরে শতরান করেছিলেন ৫২ বলে এবং নাগপুরে ৬১ বলে
Published at : 16 Jan 2017 12:39 PM (IST)
View More






















