তবে সকালের প্রাতঃরাশে সুলতান দেশী ঘি এবং দুধ খায়। আর সন্ধের আগে একটু মদ্যপান করে তারপর রাতের খাবার খায়। সারা বছরে সুলতান তিরিশ হাজার ডোজ সিমেন সরবরাহ করে। প্রতি ডোজ বীর্জ ৩০০ টাকায় বিক্রি হয়। তার মানে নরেশ বছরে ৯০ লক্ষ টাকা আয় করে
2/5
সুলতানের বয়স ৭ বছর ১০ মাস। পাঁচ বছর আগে ২ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে সুলতানকে কিনেছিল নরেশ
3/5
রবিবার খায় টিচার্স, সোমবার ব্ল্যাক ডগ, বুধবার ১০০ পাইপার, বৃহস্পতিবার ব্যালেন টাইন, শনিবার ব্ল্যাক লেবেল অথবা শিভাস রিগাল। জানেন কি সুলতানের মালিক নরেশ কেন তাকে এই সব পান করায়? নরেশের দাবি, মোষের বীর্জ বাড়ানোর জন্যে এই অমূল্য জিনিষটি তাকে পান করানো হয়। সম্প্রতি তার ২১ কোটি টাকা দাম উঠেছে
4/5
জানেন সারা সপ্তাহ কী কী ব্র্যান্ডের হুইস্কি পান করে এই মোষ
5/5
হরিয়ানা কৈথল জেলার বাসিন্দা এই মোষ, নাম তার সুলতান। তবে শুধু নামেই সুলতান নয়, জীবনযাপন ও বিলাসিতাতেও সুলতানের মতোই থাকে এই মোষ।তবে হরিয়ানার এই মোষ ইদানিংকালে খবরের শিরোনামে রয়েছে তার পান করার অভ্যাসের জন্যে। হ্যাঁ ঠিকই দেখছেন, পান করে এই মোষ, সপ্তাহে ছদিন। শুধু মঙ্গলবার বাদ