ওই সাংবাদিক দুঃখপ্রকাশ করলে রাধিকা বলেন, নিজেকে এই ধারনার বাইরে বের করে আনুন। দেখবেন বের হতে পেরেছেন।
2/7
রাধিকা আরও বলেন, ‘যারা নিজেদের শরীর নিয়ে লজ্জিত তাদেরই অন্যদের শরীর নিয়ে আগ্রহ থাকে। তাই যদি নগ্ন শরীর দেখতে চান তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন’।
3/7
রাধিকা প্রশ্নের উত্তরে বলেন, ‘দুঃখিত, আপনার প্রশ্ন খুবই হাস্যকর। বিতর্ক আপনার মতো লোকজন তৈরি করেন। আপনি ওই ক্লিপটি দেখেছেন এবং তা অন্যান্যদের জানিয়েছেন। আপনাদের মতো লোকেরাই বিতর্ক তৈরি করে’।
4/7
রাধিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সফল হওয়ার জন্য কি বিতর্ক বাধ্যতামূলক। মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন করা হয়।
5/7
তিনি বলেন,‘নিজের ছোট গণ্ডির বাইরে বেরিয়ে আন্তর্জাতিক সিনেমার দিকে তাকালে বুঝতে পারবেন যে, বিদেশে কী হচ্ছে, সেখানে শিল্পীরা সফলভাবে এই সব দৃশ্য করছেন। এইসব জানলে আর এই প্রশ্ন করবেন না’।
6/7
প্রশ্নের উত্তরে রাধিকা বেশ রাগত ভঙ্গিতেই বললেন, ‘আমি শিল্পী। এ জন্য যদি কোনও কিছু আমাকে করতে হয়, আমি অবশ্যই করব’।
7/7
এক সাংবাদিকের প্রশ্নে বেজায় চটে গেলেন পার্চড অভিনেত্রী রাধিকা আপ্তে। ‘পার্চড’-এর ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক।