Google Pixel 2 XL: গুগলের দ্বিতীয় ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনের দাম ৫ হাজার টাকা কমে ৭৩ হাজার টাকা থেকে হয়েছে ৬৭,৯৯৯ টাকা।
2/6
Google Pixel2: গুগলের ২০১৭-এর ফ্ল্যাগশিপ পিক্সেল ২-র দাম ১১,০০০ টাকা কমানো হয়েছে। অর্থাত্ ৬১ হাজার টাকা থেকে দাম কমে হয়েছে ৪৯,৯৯৯ টাকা। এ বছরের সেরা ক্যামেরা স্মার্টফেোন এটি বলে মনে করেন অনেকেই।
3/6
Vivo V7: এই ফোনের দাম ২০০০ টাকা কমেছে। এবার ফ্লিপকার্ট ও অ্যামাজন ইন্ডিয়া-তে ১৬,৯৯০ টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন। এতে রয়েছে f/2.0 অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রয়েছে স্ন্যাপড্রাগন ৪৫০ প্রোসেসের, ৪ জিবি র্যাম, 3,000 mAh ব্যাটারি।
4/6
Oppo F3: ভারতে এই স্মার্টফোন ৩০০০ টাকা কম দামে পাওয়া যাবে। অর্থাত্ ১৯,৯৯০ টাকা থেকে দাম কমে হয়েঠে ১৬,৯৯০ টাকা। এই ফোনে রয়েছে ডুয়েস সেলফি ক্যামেরা। f/2 অ্যাপার্চারের সঙ্গে রয়েছে একটি লেন্স ১৬ মেগাপিক্সেল, দ্বিতীয়টি ৮ মেগাপিক্সেল। রিয়ার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, পিডিএফ ও এলইডি ফ্ল্যাশ সহ। রয়েছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন, মিডিয়াটেক অক্টাকোর SoC প্রোসেসর, ৪ জিবি র্যাম এবং 3200mAh ব্যাটারি।
5/6
Moto G5S Plus: দাম কমেছে লেনোভো ও মোটোরোলার বাজেট স্মার্টফোন মোটো জি৫এস প্লাসের। দাম কমেছে ১০০০ টাকা।এখন এই স্মার্টফোনের দাম ১৫,৯৯৯ টাকা থেকে কমে হয়েছে ১৪,৯৯৯ টাকা। এই স্মার্টফোন এক্সক্লুসিভলি Amazon.in এবং মোটে হাবে বিক্রয়ের জন্য পাওয়া যাবে। এই ফোন রয়েছে ১৩ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেইসঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সঙ্গে ফ্ল্যাশ। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬২৫, ৪ জিবি র্যাম, অ্যান্ডড্রয়েড নৌগত ৭.১ ওএস এবং 3000mAh ব্যাটারি।
6/6
আর মাত্র কয়েকঘন্টা পরেই বিদায় নেবে ২০১৭। এই বছরের শেষ সপ্তাহে কয়েকটি স্মার্টফোনের দাম অনেকটাই কমেছে। এই স্মার্টফোনগুলি গ্রাহকদের কাছে Best Buy স্মার্টফোন হয়ে উঠতে পারে।