নাগরিকত্ব সংশোধনী আইন: এই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে এসেছেন, তাঁদের অনুপ্রবেশকারী বলে গণ্য করা হবে না ও তাঁদের সবাইকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। তবে ধর্মকে মাপকাঠি করা হয়েছে, এই যুক্তিতে এই আইনের প্রতিবাদে বেশ কিছু পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।
2/10
মোটরযান সংশোধনী আইন: ২০১৯ -এ চালু নতুন আইনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য জরিমানা ২০০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০০০ টাকা। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জরিমানা ১০০০ থেকে বেড়ে হয়েছে ৫০০০ টাকা।
3/10
বেআইনি কার্যকলাপ সংশোধন আইন ২০১৯: এই আইন সংশোধনের জন্য আনা বিল ১৫ জুলাই লোকসভা ও ১৭ জুলাই রাজ্যসভায় পাস হয়। এই আইনে এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থার ডিরেক্টর জেনারেলকে সন্ত্রাসবাদী কাজের মাধ্যমে অর্জিত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়। পূর্বে সম্পত্তি বাজেয়াপ্ত করার আগে পুলিশের ডিরেক্টর জেনারেলের থেকে অনুমতি নিতে হত।
4/10
জম্মু ও কাশ্মীরের পুর্নগঠন ও ৩৭০ ধারা বাতিল: ২০১৯ সালের অন্যতম ঐতিহাসিক রায় হল জম্মু ও কাশ্মীর ৩৭০ ধারায় যে বিশেষ মর্যাদা ভোগ করত, তার অবসান ঘটানো। উদ্দেশ্য, জম্মু ও কাশ্মীরকে ভারতের মূল স্রোতে সামিল করা। এই আইন বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে।
5/10
তিন তালাক রোধ আইন: তিন তালাক আইন বাতিল করল সুপ্রিম কোর্ট। যে কোনও ছুতোয় মুসলিম পুরুষের স্ত্রীকে তালাক দেওয়া রোধ করতেই এই আইন চালু হয়েছে।
6/10
২০১৯ সালের শেষে সুপ্রিম কোর্টের কোন কোন রায় উঠে এল গোটা দেশের আলোচনার কেন্দ্রে। এক ঝলকে দেখে নিন সুপ্রিম কোর্টের সেই সমস্ত রায়গুলি।
7/10
অযোধ্যা রায়: অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ হবে না মসজিদ থাকবে, এই দীর্ঘদিনের বিতর্কের নিষ্পত্তি হয় এ বছরেই। সুপ্রিম কোর্ট রায়দান করে, অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমরা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেয়।
8/10
আধার আইন: ২০১৯ সালে অর্থবিল হিসাবে পাস হয় আধার আইন।
9/10
শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার আইন: কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের ঢোকার অধিকারের পক্ষে দেওয়া সুপ্রিম রায় চ্যালেঞ্জ জানিয়ে একাধিক আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। তবে শবরীমালায় সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। বিষয়টির গুরুত্ব উল্লেখ করে এই মামলা সাত সদস্যের বেঞ্চে পাঠানো হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট শবরীমালায় সব বয়সের মহিলাদের ঢোকার পক্ষে যে রায় দিয়েছিল, তাতে কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।
10/10
রাফাল রায়- লোকসভা নির্বাচনের আগে রাফাল যুদ্ধবিমান চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনে প্রচারে ঝড় তুলেছিল বিরোধীরা। মোদি সরকারকে স্বস্তি দিয়ে ওই মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে সিবিআই তদন্তের দাবিও নাকচ করেছে। সুপ্রিম কোর্টে রাফাল মামলা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল বিরোধীরা। তার ভিত্তিতে গত ১০ মে রায়দান স্থগিত রাখা হয়েছিল। পরে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ‘আমরা মনে করি না, রাফাল চুক্তিতে এফআইআর অথবা তদন্তের কোনও প্রয়োজন আছে।’ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ওই বেঞ্চ আরও বলে, ‘এই মামলা পুনর্বিবেচনার আর্জির সারবত্তা নেই।’