Musical Genius S. D. Burman: কিংবদন্তী সঙ্গীত পরিচালক এস.ডি. বর্মনের ৪৬ তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য।
পর্ব সম্পর্কিত
মৃত্যুর পরেও তিনি বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। ভারতীয় সিনেমায় অনন্য সঙ্গীত শৈলী প্রবর্তন করে, চলচ্চিত্র প্রেমীরা এখনও তার অবিস্মরণীয় গানগুলিকে গুনগুন করে। 'মেরে স্বপ্নো কি রানি কাব আয়েগি তু' এবং ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অন্যান্য জনপ্রিয় গান, তাকে চিরকালের জন্য লালিত আইকনে পরিণত করেছে। কিংবদন্তী সঙ্গীত পরিচালক এস.ডি. বর্মনের ৪৬ তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধার্ঘ্য ' আনন্দ পোর্ট্রেটস 'এর পক্ষ থেকে।
Host & script - Sulagna Nandi
আনন্দ পোর্ট্রেটস একটি এবিপি লাইভ পডকাস্টের অনুষ্ঠান, যা আপনাকে আপনার পরিচিত ব্যক্তিত্বদের সম্পর্কে বিভিন্ন অজানা গল্প জানাবে। এই অনুষ্ঠানে আপনাদের শোনানো হবে তাঁদের জীবন কাহিনীর সংগ্রাম ও তাঁদের সাফল্যের গল্প যারা কেবল নিজেরাই সফল নন, তাদের জীবনের গল্প হাজার হাজার মানুষকে অনুপ্রানিত করে একটি ভালো ও উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে।
Ananda Portraits, a podcast designed to tell you some unknown stories of the people you know very well. This show will tell you their struggles, their stories of success who not only have become successful but their life stories have inspired thousands to make a better world.