ষষ্ঠীতেই দেশ পেল টেলিপ্রযুক্তিতে 5G পরিষেবা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী : ABP Live Podcast
Episode Description
গুড আফটারনুন বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। প্রধানমন্ত্রীর হাত ধরে ষষ্ঠীতেই দেশ পেল টেলিপ্রযুক্তিতে 5G পরিষেবা। ৪ জি-র থেকে অন্তত ২৫ শতাংশ দামি হবে ৫জি পরিষেবা। দীপাবলির আগেই চালু ৪ শহরে। এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির চার্জশিটে বেআইনি ভাবে চাকরি পাওয়া ১০ জনের নাম। আরও খবর রয়েছে এবিপি লাইভ ডেইলি শিরোনামে-
অপেক্ষার অবসান। ষষ্ঠীতেই দেশ পেল টেলিপ্রযুক্তিতে 5G পরিষেবা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পরিষেবা মিলবে দিল্লি, কলকাতা, মুম্বই সহ ১৩ শহরে।
৩ সেকেন্ডে ডাউনলোড হবে ৩ ঘণ্টার সিনেমা। ৪ জি-র থেকে অন্তত ২৫ শতাংশ দামি হবে ৫জি পরিষেবা। দীপাবলির আগেই চালু ৪ শহরে।
এসএসসি দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ৬ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের। চেয়েও মেলেনি সরকারের অনুমতি। আদালতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন।
এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির চার্জশিটে বেআইনি ভাবে চাকরি পাওয়া ১০ জনের নাম। টাকার বিনিময়েই চাকরি, যোগাযোগে ছিল অনেকে, উল্লেখ চার্জশিটে।
পুজোয় পথেই চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের অনুমতির পর আরও জোরদার আন্দোলন।
আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে আসছেন উমা। উৎসবমুখর বাংলা। বেলুড় মঠেও বিশেষ পুজো।
তৃতীয় বর্ষে বিজেপির দুর্গাপুজো। ইজেডসিসি-তে উদ্বোধন করলেন সুকান্ত। থিম দুর্গতিনাশিনী দশভূজা। তুলে ধরা হয়েছে রাজ্যের দুর্গতি।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। আরও খবরের জন্য চোখ রাখুন এবিপি আনন্দের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অবশ্যই টিভির পর্দায়।






















