ডেইলি শিরোনাম (21 May) : SSC নিয়োগ-দুর্নীতি মামলায় আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পরেশ অধিকারী : ABP Live Podcast
Episode Description
SSC নিয়োগ-দুর্নীতি মামলায় আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন পরেশ অধিকারী। গতকালই দেওয়া হয়েছে হাজিরার নোটিস। মোবাইল ফোনের কললিস্ট রেখে চলছে জিজ্ঞাসাবাদ।
এবার গ্রুপ সি মামলায় নতুন এফআইআর সিবিআইয়ের। এফআইআরে নাম রয়েছে, শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্ আচার্য-সহ ৫ জনের। ষড়যন্ত্র, প্রতারণা সহ জামিন অযোগ্য ধারাতেও মামলা রুজু।
বনগাঁর তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের নাগরিকত্ব নিয়ে বিজেপি তৃণমূল তরজা। বিদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টার কারণে তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিলের দাবি শুভেন্দুর। ২০১৬-য় আলোরানিকেই বীজপুর থেকে প্রার্থী করেছিল বিজেপি, তখন তাঁর নাগরিকত্ব যাচাই করা হয়নি কেন? পাল্টা প্রশ্ন দেবাংশুর।
শুভেন্দু অধিকারীর বিক্ষোভ সমাবেশের আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে উত্তেজনা। তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ।






















