Daily Shironaam: টার্গেট '২৪। পাটনায় বিরোধী বৈঠকে রাহুল-মমতা। হাজির বাম-সপা-জেডিইউ-ডিএমকে-পিডিপি-উদ্ধবপন্থী শিবসেনা-সহ ১৫ দল
পর্ব সম্পর্কিত
টার্গেট '২৪। পাটনায় বিরোধী বৈঠকে রাহুল-মমতা। হাজির বাম-সপা-জেডিইউ-ডিএমকে-পিডিপি-উদ্ধবপন্থী শিবসেনা-সহ ১৫ দল। সিমলায় দ্বিতীয় বৈঠক।
বিরোধী কণ্ঠস্বর দমাতে বিজেপির অস্ত্র ইডি-সিবিআই। এজেন্সি ইস্যুতে ফের আক্রমণে মমতা।
রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ায় রুট মার্চ। সব বুথে থাকবে সেন্ট্রাল ফোর্স? ৮২২ কোম্পানি চেয়ে রিক্যুইজিশন কমিশনের। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানিতে সম্মতি স্বরাষ্ট্রমন্ত্রকের।
ফের প্রশ্নে কমিশন। এখনও স্পষ্ট নয় কমিশনের পরিকল্পনা। মন্তব্য প্রধান বিচারপতির। চাইলে আরও বাহিনীর জন্য আবেদনের অনুমতি। ১৩-র মডেল মানলে বাহিনী দেওয়া সম্ভব। জানাল কেন্দ্র।
আদ্রায় পার্টি অফিসের সামনেই টাউন তৃণমূল সভাপতিকে গুলি করে খুন। গুলিবিদ্ধ দেহরক্ষীও। প্রতিবাদে অবরোধ শাসক দলের। গ্রেফতার কংগ্রেস প্রার্থী-সহ ২।
আদ্রায় গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল নেতা। মিথ্যে মামলায় ফাঁসাতে গ্রেফতার কংগ্রেস প্রার্থী, আক্রমণে হাত শিবির। তৃণমূলের কেউ খুন হলেই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব বিরোধীদের, পাল্টা শাসক দল।
পঞ্চায়েত ভোটের আগেই অশান্তি। মহিলা প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাম-কংগ্রেস-আইএসএফ। করুণাময়ীতে ধুনধুমার। মিছিল আটকালে পুলিশের সঙ্গে বচসা।
৪ জুন দেশের বাইরে মিনাখাঁর তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন, জানাল অভিবাসন দফতরের। তাহলে ১২ জুন কীভাবে মনোনয়ন? বিস্মিত হাইকোর্ট। কমিশনকে তদন্ত করে রিপোর্ট জমার নির্দেশ।
পঞ্চায়েতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ। উলুবেড়িয়া ১-এর বিডিওর বিরুদ্ধে নির্বাচনী নথি বিকৃতির অভিযোগ। সোমবার পর্যন্ত সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।