Daily Shironaam: বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ। রাস্তা সারাতে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস খগেন মুর্মুর
Episode Description
গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
একবিংশ শতকেও লজ্জার ছবি। অ্যামবুল্যান্স না পেয়ে খাটিয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোগিণীর মৃত্যু। ক্ষোভে ফুঁসছে বামনগোলা।
বামনগোলায় গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ। রাস্তা সারাতে ১৩ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস খগেন মুর্মুর। আগে জানিয়ে লাভ হয়নি, এত কম টাকায় কীভাবে রাস্তা সারাই ? পাল্টা গ্রামবাসীরা।
পাঁচ বছর ধরে সাংসদ, দেখা মেলেনি, অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় প্রশাসনকেই দায়ী করলেন খগেন মুর্মু, ফোন ডিএমকে। নাটক করছেন, পাল্টা তৃণমূল কংগ্রেস।
ফের নিজের এলাকায় বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ছাতনায় সুভাষ সরকারকে ঘিরে ১০০ দিনের বকেয়া দাবি। নেপথ্যে তৃণমূল, দাবি মন্ত্রীর। জনরোষের শিকার, পাল্টা শাসকদল।
তৃণমূল নেতা খুনে সমর্থকদের বাড়িতে আগুন। জয়নগরে ত্রাণ দিতে গিয়ে সিপিএমের প্রতিনিধিদলকে আটকানোয় পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি।
মাথার ওপর নেই ছাদ, জ্বলে খাক ঘরের সব কিছু, মিলেছে সামান্য ত্রাণ, এখনও অধরা দুষকৃতীরা। যারা খুন করেছে, তারাই অশান্তি পাকাতে যাচ্ছে, কটাক্ষ তৃণমূলের।
কোথায় পুলিশ, ফের সিবিআই তদন্তের দাবি ধৃত সিপিএম নেতার স্ত্রীর। পাখি মারলেও সিবিআই তদন্ত হয়, পুলিশ সঠিক তদন্ত করবে, প্রতিক্রিয়া ফিরহাদের।
বেকারত্ব, দুর্নীতি থেকে নজর ঘোরাতে মমতা সহ আঞ্চলিক দলের নেতাদের জেলে ভরার পরিকল্পনা বিজেপির, বিস্ফোরক দাবি কেজরিওয়ালের। চুরি করলে তদন্ত হবেই, পাল্টা বিজেপি।
খড়দায় ফ্ল্যাট থেকে একই পরিবারের ৪ জনের পচাগলা দেহ উদ্ধার। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রী ও ছেলে-মেয়েকে খুন করে আত্মঘাতী গৃহকর্তা, সুইসাইড নোট দেখে অনুমান পুলিশের।






















