Daily Shironaam: জঙ্গি হানার ২২ বছর পূর্তির দিনই নতুন সংসদ ভবনে হুলস্থুল। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলার সময় হঠাৎ স্মোক ক্যান নিয়ে সাংসদ গ্যালারিতে ঝাঁপ!
পর্ব সম্পর্কিত
জঙ্গি হানার ২২ বছর পূর্তির দিনই নতুন সংসদ ভবনে হুলস্থুল। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলার সময় হঠাৎ স্মোক ক্যান নিয়ে সাংসদ গ্যালারিতে ঝাঁপ!
সুরক্ষিত নয় সংসদও! মহীশূরের বিজেপি সাংসদের পাস নিয়ে লোকসভায় ঢুকে ২জনের তাণ্ডব। বাইরে থেকে আটক আরও ২। কীভাবে সবার নজর এড়িয়ে স্মোক ক্যান নিয়ে সংসদে ঢুকতে পারল ২ সন্দেহভাজন। নেপথ্যে কী উদ্দেশ্য? তদন্তের নির্দেশ অধ্যক্ষের। এল ফরেন্সিক।
কীভাবে মহীশূরের বিজেপি সাংসদের পাস অভিযুক্তদের হাতে? জাতীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার অভিযোগে বহিষ্কার চায় তৃণমূল। কী করে জানবে? সাফাই বিজেপির। দর্শক গ্যালারি থেকে ঝাঁপ দেওয়ার পরেই ধরে ফেললেন সাংসদরা। অভিযুক্তদের ধরে চুলের মুঠি ধরে বেধড়ক মার।
পরপর রেল দুর্ঘটনার পরে এবার প্ল্যাটফর্মেই দুর্ঘটনা। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বেঘোরে প্রাণ গেল ৩জনের। আহত অন্তত ৩৪। শিকেয় যাত্রী সুরক্ষা।
২০২০-তে মূল প্রবেশদ্বার ভেঙে মৃত্যুর পরেও নেই হুঁশ। সেই বর্ধমান স্টেশনেই ফের দুর্ঘটনা। আহতদের চিকিৎসা নিয়েও অভিযোগ।
ঝাড়খণ্ডের পর এবার এ রাজ্যেও আয়কর অভিযান। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে তল্লাশি। আসানসোল, দুর্গাপুরে আরও একাধিক জায়গায় হানা।
হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগ। নজরে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের লোহা কারবারিরা। ধরমপুরে লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের অফিসে তল্লাশি। নজরে শপিং মলও।
টানা ৯ দিন। ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের আস্তানায় তল্লাশি। লোহারদাগায় ধীরজ সাহুর পৈতৃক ভিটেতেও হানা। উদ্ধার হওয়া ৩৫৪ কোটি টাকার উৎস জানতে সাংসদকে ইমেল। ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের ঠিকানায় টাকার পাহাড়। পাতালেও কি লোকানো যকের ধন? জিও সার্ভিল্যান্স মেশিনের সাহায্য নিচ্ছে আয়কর দফতর।
মন্ত্রী পদের অপব্যবহার করে খাদ্য দফতরে দুর্নীতির ব়্যাকেট চালাতেন বালু! ভুয়ো কোম্পানির কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্টে টাকা সাইফন। চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। বাকিবুরকে ঢাল করে দুর্নীতির ব্লু-প্রিন্ট। ধৃত ব্যবসায়ীর শ্যালককে দিয়ে কালো টাকা সাদা।
মুখ বন্ধে বন দফতরে চাকরি! চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির।
শিশুদের কার্ডিওলজি আইসিসিইউ থেকে কেবিনে ফিরলেন 'কালীঘাটের কাকু'। এসএসকেএমে কাকুর পড়শি বালু। এক কেবিন পরেই রয়েছেন জ্যোতিপ্রিয়।
জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য। ১০ বিজেপি বিধায়ককে দেওয়া রক্ষাকবচের বিরোধিতা। তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশকে চ্য়ালেঞ্জ।
ইটাহারে খুন তৃণমূল কর্মী তন্ময় সরকার। শ্যালিকার বিয়ে থেকে ফেরার সময় দুষকৃতী হামলা। বিজেপির দিকে আঙুল পরিবারের। অস্বীকার গেরুয়া শিবিরের।
কোচবিহারের পুণ্ডিবাড়িতে বিজেপির রথযাত্রা ঘিরে উত্তেজনা। তৃণমূল পার্টি অফিস থেকে বিজেপি বিরোধী স্লোগানের অভিযোগ। লাঠি হাতে মুখোমুখি দু'পক্ষ।
আজ শীতলতম কলকাতা। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির কাছাকাছি পারদ।
মানিকতলায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর। নাইট ডিউটি সেরে, বাইকে করে ফেরার পথে দুর্ঘটনা। পলাতক লরি চালক।
সদ্যসমাপ্ত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন মহম্মদ শামি। এবার অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীত করা হল।
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, এক্স ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।