Joynagar: তৃণমূল নেতা খুনে ধৃত সাহরুলের ১০ দিনের পুলিশ হেফাজত। খুনের পর এলাকায় আতঙ্ক, স্থানীয়দের দৌড়োদৌড়ি | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।
ঘরছাড়াদের নিয়ে গ্রামে ঢোকার সময় আটকাল পুলিশ। কান্তি-সুজনদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি।
পুলিশের বাধার মুখে গ্রামে ঢুকতে পারলেন না ঘরছাড়ারাই! কাউকে আটকানো হয়নি, দাবি পুলিশের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা, দাবি শমীকের।
ভোরের নির্জন রাস্তায় জয়নগরের নিহত তৃণমূল নেতার পিছনে দুটি বাইক। নেতাকে অনুসরণ ৫ আততায়ীর। তারপরেই গুলি। খুনের ঠিক আগের মুহূর্তের সিসি ক্যামেরার ছবি প্রকাশ্যে।
তৃণমূল নেতা খুনে ধৃত সাহরুলের ১০ দিনের পুলিশ হেফাজত। খুনের পর এলাকায় আতঙ্ক, স্থানীয়দের দৌড়োদৌড়ি। আতঙ্কের ছবি ক্যামেরাবন্দি।
ধরা পড়ার পর অভিযুক্ত সাহাবুদ্দিনকে প্রকাশ্যে বেপরোয়া মারধর। উনি শাসক দলেরই সমর্থক, দাবি নিহতর স্ত্রী-র।
তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের পর থমথমে জয়নগর। খুনের জন্য লক্ষাধিক টাকার সুপারি দেওয়া হয়েছিল, দাবি পুলিশের। আগেই এলাকায় এসে রেকি করে ভাড়াটে খুনিরা, খবর পুলিশসূত্রে।
৪ দিন ধরে ভোরে বেরোচ্ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সেই খবর কে পৌঁছে দিল আততায়ীদের কাছে? কে দিল খুনের সুপারি? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
ঘটনার রাতে ঘরেই ছিলেন স্বামী। সকালে পুলিশ এলে পালিয়ে যান। তারপরেই তাণ্ডব চালায় তৃণমূল নেতার দলবল। পরনের কাপড় ছাড়া লুঠ করা হয়েছে সবই, অভিযোগ সিপিএম নেতা আনিসুরের স্ত্রী-র।
তৃণমূল বনাম তৃণমূল। লড়াই ঘিরে ফের উত্তপ্ত ভাটপাড়া। গুলি চালানোর অভিযোগ। দু’পক্ষের গন্ডগোল থামাতে গিয়ে ইটের ঘায়ে জখম কয়েকজন পুলিশ কর্মী। স্বতঃপ্রণোদিত মামলা রুজু।
মন্ত্রী আমি, জেলে থাকব না। এসএসকেএমে যাব। আবদার জ্যোতিপ্রিয়র। ভর্তির প্রয়োজন নেই, জানালেন জেল হাসপাতালের চিকিৎসকরা। ক্ষুব্ধ বালু। জেল সূত্রে খবর।
পরিমাণের থেকে কম মিলছে রেশনের চাল-গম, অভিযোগ গ্রামবাসীদের। রাজ্যে রেশন দুর্নীতির তদন্ত চলাকালীন উত্তর ২৪ পরগনার বাগদা-মুর্শিদাবাদের রেজিনগরে রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ।
নৈহাটির বড়মার পুজোয় অভিষেক। মন্দিরে গিয়ে দর্শন করলেন কষ্টিপাথরের মূর্তি।