
Sange Suman: নেতাজি ইন্ডোরে অভিষেকের ছবি থাকা উচিত ছিল : কুণাল। হাইকোর্টের ফের ধাক্কা রাজ্য়ের | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
Ghanta Khanek Sange Suman :নেতাজি ইন্ডোরে অভিষেকের ছবি থাকা উচিত ছিল'। মমতার সভার পরদিনই একাধিক ইস্য়ুতে নেতৃত্বের একাংশকে চ্য়ালেঞ্জ 'বিদ্রোহী' কুণালের। 'তৃণমূল না করলে অভিষেকের চলবে না, এমন নয়'। বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দু মমতারই প্রোডাক্ট, মামার বাড়ির আদরে দেওয়া হয়েছিল ৪টে পদ'। 'দেহত্য়াগ না করলে পদত্য়াগ নয়!', মমতার বয়সসীমা খারিজকে সরাসরি চ্য়ালেঞ্জ কুণালের | হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্য়ের, মিলল অমিত-সভার অনুমতি। '২১ জুলাইয়ের সভাও বন্ধ করে দিই?', রাজ্য়ের আপত্তি উড়িয়ে হুঁশিয়ারি প্রধান বিচারপতির। ধর্মতলায় বিজেপির সভা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে তুলোধনা। 'সরকারেরই ভুল, ওপরমহলকে কারা পরামর্শ দিচ্ছে?', নেতৃত্বকেই খোঁচা কুণালের
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
