Ghanta Khanek Sange Suman: গর্জে উঠছে লক্ষ স্বর,'জাস্টিস ফর RG কর'।বাংলা ছাড়িয়ে দেশজুড়ে আজ 'রাত দখল'-র ডাক মেয়েদের | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
Ghanta Khanek Sange Suman: গর্জে উঠছে লক্ষ স্বর, 'জাস্টিস ফর আর জি কর'। বাংলা ছাড়িয়ে দেশজুড়ে আজ 'রাত দখল'-এর ডাক মেয়েদের। কেউ দাঁড়াচ্ছেন পাশে, কেউ করছেন বিরোধিতা, 'রাত দখল'-এর ডাক নিয়ে তৃণমূলেই নানা সুর। পাশে সুখেন্দু, প্রতিমা, তন্ময়, "লাল হায়েনাদের নাটক," পাল্টা বলছেন কুণাল-দেবাংশু। "দোষীদের আড়ালের চেষ্টা," এবার মুখ খুললেন INDIA জোটের নেতা রাহুলও। দিল্লি থেকে এল CBI-এর স্পেশাল টিম, এসেই হেফাজতে নিল সঞ্জয়কে। খুনের পর ঘটনাস্থলের কাছে দেওয়াল তড়িঘড়ি ভাঙার ছাড়পত্র দেন সন্দীপ ঘোষই, উঠছে মারাত্মক অভিযোগ।
এবার CBI-এর স্ক্যানারে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে ধৃত সঞ্জয় রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। CBI-এর স্ক্যানারে সঞ্জয়ের মোবাইল ফোনের কল রেকর্ড। 'ঘটনার আগে-পরে কোথায় ছিল সঞ্জয়? কাদের সঙ্গে, কতক্ষণ কথা বলেছিল? সঞ্জয় কি একাই ছিল? নাকি, আরও কেউ ছিল নেপথ্যে?' জানতে চাইছেন গোয়েন্দারা। গতকালের ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় গোয়েন্দারা, ফের ঘটনাস্থল পরিদর্শনের সম্ভাবনা। গতকালই সেমিনার হল ও সংলগ্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা।