SangeSuman: টালা থানায় বসেই চিকিৎসক খুনের তথ্যপ্রমাণ লোপাট করতে ভুয়ো নথি তৈরির ছক?বিস্ফোরক দাবি CBIর | ABP Ananda LIVE
পর্ব সম্পর্কিত
Ghanta Khanek Sange Suman: খাস টালা থানায় বসেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাট করতে ভুয়ো নথি তৈরির ছক? টালা থানার ওসি ও সন্দীপ ঘোষকে জেরা করে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি CBI-এর। রহস্য লুকিয়ে থানার CCTV ফুটেজেই? ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় CBI। থ্রেট কালচারের তদন্তে আর জি করের কমিটি, অভিযুক্তদের দেখেই উঠল স্লোগানের ঝড়। বছরের পর বছর ধরে সরকারি হাসপাতালে দেওয়া হচ্ছিল নিম্নমানের ওষুধ? কী অভিযোগ চিকিৎসকদের একাংশের? 'মৃতদেহ উদ্ধারের দিন ৩-৪ বার কথা হয়েছিল অভীক দে-র সঙ্গে'। 'আমি নিজেই থ্রেট কালচারের শিকার'। এবিপি আনন্দে বিস্ফোরক সাক্ষাৎকার বিতর্কিত ডাক্তার শ্যামাপ্রসাদ দাসের।
আরও খবর..
রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' ও 'উত্তরবঙ্গ লবির প্রভাব' নিয়ে জনস্বার্থ মামলা। একটি অভিযোগেরও সত্যতা থাকলে সেটা অত্যন্ত গুরুতর, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 'মামলায় প্রশ্নপত্র বিক্রি, বদলি সহ একাধিক অভিযোগ আছে। এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন', মন্তব্য প্রধান বিচারপতির। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের হলফনামা তলব।
তিলজলায় ৭ বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা। ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক।
'বিরলের মধ্যে বিরলতম অপরাধ, অমানবিক অত্যাচার, শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না', সাজা ঘোষণা করে মন্তব্য আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্যর।