Asian Buddhist Summit 2024: ৫ ও ৬ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান বুদ্ধিস্ট সামিট
Asian Buddhist Summit: প্রথম এশিয়ান বুদ্ধিস্ট সামিট অনুষ্ঠিত হতে চলেছে নয়াদিল্লিতে। ৫ ও ৬ নভেম্বর আয়োজিত হতে চলা ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নয়াদিল্লি: আগামী ৫ ও ৬ নভেম্বর নয়াদিল্লিতে (New Delhi) অনুষ্ঠিত হতে চলেছে প্রথম এশিয়ান বুদ্ধিস্ট সামিট (Asian Buddhist Summit 2024)। এশিয়াকে শক্তিশালী করতে বৌদ্ধ ধর্মের (Buddha Dhamma) ভূমিকা প্রসঙ্গে আলোচনা হবে দু-দিনের এই সম্মেলনে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
ভারতীয় সংস্কৃতি মন্ত্রক ও আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলা দু-দিনের এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে বৌদ্ধ ধর্মের বিভিন্ন পণ্ডিত ও বিশিষ্টজনরা অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। এই সম্মেলনে এশিয়ার নানা প্রান্ত থেকে বিভিন্ন বৌদ্ধিক সংগঠনের নেতা, পণ্ডিত, বিশেষজ্ঞ এবং অনুশীলনকারীরা একত্রিত কীভাবে বৌদ্ধ ধর্মের প্রচারে নানা পদ্ধতি অবলম্বন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পাশাপাশি বর্তমান সময়ে বৌদ্ধ ধর্মের প্রচারে ও বৌদ্ধধর্মাবলম্বী মানুষদের যে ধরনের প্রতিবন্ধকতার সমুখীন হতে হচ্ছে তা নিয়েও আলোচনা হবে। ভারত ও এশিয়াজুড়ে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসে বৌদ্ধধর্মের যে অনন্য অবদান রয়েছে তা নিয়েও আলোচনা করবেন বৌদ্ধ ধর্মের ধর্মগুরুরা।
এই বিষয়ে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, বুদ্ধ, তাঁর শিষ্য এবং প্রচারকদের শিক্ষা, জীবনযাপন, দেবত্ব এবং সামাজিক মূল্যবোধের প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এশিয়াকে ঐক্যবদ্ধ রেখেছে। বৌদ্ধ ধর্ম ভারতের সংস্কৃতির একটি মূল্যবান উপাদান হিসেবে আবির্ভূত হয়েএই দেশকে দৃঢ় বিদেশী নীতি এবং কার্যকর কূটনৈতিক সম্পর্ক বিকাশে সহায়তা করছে। যার প্রমাণ দেখা গেছে স্বাধীন ভারতের জাতীয় পরিচয়ের অংশ হিসেবে বৌদ্ধ প্রতীকগুলিকে অন্তর্ভুক্ত করা থেকে ভারতের বিদেশনীতিতে বৌদ্ধ ধর্মের মূল্যবোধ গ্রহণ করা পর্যন্ত। বৌদ্ধ ধম্ম ভারত এবং এশিয়াকে একে অপরের পরিপূরক হিসেবে পুরো বিশ্বের কাছে প্রতিফলিত করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই সম্মেলন ভারতের লুক ইস্ট নীতিরও একটি বহিঃপ্রকাশ, যা এশিয়ার সমষ্টিগত, অন্তর্ভুক্তিমূলক এবং আধ্যাত্মিক বিকাশের উপর ভিত্তি করে সারা বিশ্বকে ধর্মের আলোকে আলোকিত করেছে।
ভারতে আয়োজিত প্রথম এশিয়ান বুদ্ধিস্ট সামিটে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা সেগুলি হল- বৌদ্ধ শিল্প, স্থাপত্য এবং ঐতিহ্য. বুদ্ধ কারিকা এবং বৌদ্ধ ধর্মের প্রচার, বৌদ্ধ ধর্মের আদর্শগুলির ভূমিকা এবং সমাজে এর প্রাসঙ্গিকতা, বৈজ্ঞানিক গবেষণা এবং সুস্থ জীবন-যাপনে বৌদ্ধ ধর্মের তাৎপর্য আর ২১ শতাব্দীতে বৌদ্ধ সাহিত্য ও দর্শনের ভূমিকা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kasba News: ক্লাব ও পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদের জের, এবার কসবায় আক্রান্ত প্রতিবাদী