Char Dham Yatra 2024: শুরু চারধাম যাত্রা, শুক্রবার খুলছে কেদারনাথ মন্দিরের দরজা
Char Dham Yatra 2024: শুক্রবার ১০ মে কেদারনাথ মন্দিরের দরজা খোলার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ২০২৪ সালের চারধাম যাত্রা। কেদারনাথ মন্দিরের সঙ্গে সঙ্গে একইদিনে খোলা হচ্ছে যমুনোত্রী ও গঙ্গোত্রী।
দেরাদুন: ২০২৪ সালের চারধাম যাত্রা (Char Dham Yatra 2024) শুরু হচ্ছে। শুক্রবার খোলা হবে কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) দরজা। বৃহস্পতিবার তারই প্রস্তুতি চলছে জোরকদমে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ভগবান কেদারনাথের পঞ্চমুখী মূর্তির শোভাযাত্রা তার তৃতীয় বিশ্রামস্থল গৌরীকুণ্ডের গৌরামাই মন্দির থেকে রওনা হয় কেদারনাথ মন্দিরের দিকে। অন্যদিকে সেখানেও জোরকদমে চলছে মন্দির সাজানোর কাজ। চারিদিক মুখরিত হয়ে উঠেছে বৈদিক মন্ত্রের সুরে।
এপ্রসঙ্গে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় বলেন, দরজা খোলার প্রস্তুতি জোরকদমে চলছে আর ৪০ কুইন্টাল ফুল দিয়ে মন্দির সাজানো হচ্ছে।
ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে ভক্ত ও পুণ্যার্থীদের কেদারনাথ ধামে আসার জন্য স্বাগত জানিয়ে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তিনি টুইট করেন, চারধাম যাত্রা ২০২৪ শ্রী কেদারনাথ ধামে সমস্ত ভক্তদের আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি... হালি লর্ড কেদার।
আগামীকাল শুক্রবার দরজা খোলার শুভ মুহূর্তে মন্দির চত্বরে সাজানো মঞ্চে জাতীয় স্তরে খ্যাত ভজন শিল্পীরা তাঁদের সঙ্গীত পরিবেশন করবেন বলেও জানানো হয়েছে বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটির পক্ষে।
গত ৬ মে গুপ্তকাশীর শ্রী বিশ্বনাথ মন্দির থেকে কেদারনাথের পঞ্চমুখী মূর্তির শোভাযাত্রা উখিমঠের শ্রী ওমকারেশ্বর মন্দিরে এসে পৌঁছায়। সেখানে একদিন বিশ্রাম নেওয়ার পর সাত তারিখ সেই শোভাযাত্রা পৌঁছায় তার বিশ্রামের দ্বিতীয় স্থানে ফাটাতে। আর গতকাল অর্থাৎ ৮ মে সন্ধ্যায় ওই পঞ্চমুখী ডোলি পৌঁছয় গৌরীকুণ্ডে অবস্থিত গৌরমাতা মন্দিরে।
বদ্রিনাথ কেদারনাথ মন্দির কমিটির মিডিয়া ইনচার্জ ডঃ হরিশ গৌড় জানান, স্বেচ্ছাসেবক ও শ্রী বদ্রিনাথ কেদারনাথ মন্দির কমিটির স্বত্বাধিকারীরা খালি পায়ে উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে পঞ্চমুখী মূর্তির দেবডোলি নিয়ে কেদারনাথের উদ্দেশে এগিয়ে চলেছেন।
কেদারনাথ মন্দিরের দরজা খোলার মধ্যে দিয়ে এই বছর চারধাম যাত্রা শুরু হচ্ছে ১০ মে। কেদারনাথ মন্দিরের সঙ্গে সঙ্গে শুক্রবার খুলে যাচ্ছে চারধামের আরও দুটি ধাম যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দিরের দরজাও। আর বদ্রিনাথ ধামের দরজা খুলছে আগামী রবিবার ১২ মে।
ভক্তরা চারধাম যাত্রা শুরু করেন যমুনোত্রী থেকে। তারপর গঙ্গোত্রী ও কেদারনাথ ধাম হয়ে শেষ হয় বদ্রিনাথ ধামে। হিন্দু ধর্মে এই চারধাম যাত্রার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর মূলত এপ্রিল-মে থেকে শুরু হওয়া এই যাত্রা শুরু হয় আর শেষ হয় অক্টোবর-নভেম্বর মাসে। বিশ্বাস করা হয় যে একজন ভক্ত ঘড়ির কাঁটার দিক নির্দেশ মেনে এই পবিত্র যাত্রা সম্পূর্ণ করে থাকেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Akshaya Tritiya 2024: অক্ষয় তৃতীয়ায় বিশেষ যোগ, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছে কোন কোন রাশি ?