(Source: ECI/ABP News/ABP Majha)
Diwali 2024: অন্ধকারময় পৃথিবীতে উজ্জ্বল আলো নিয়ে পদ্মের উপর বিরাজমান, দীপাবলিতে কেন পালিত হয় লক্ষ্মীপুজো ?
Diwali 2024 Puja: শ্রী রাম দীপাবলিতে অযোধ্যা থেকে ফিরে এসেছিলেন কিন্তু কেন এই দিনে মা লক্ষ্মীর পুজো করা হয় ?
কলকাতা : কেন দীপাবলি উদযাপন করা হয় তা নিয়ে অনেক জনশ্রুতি প্রচলিত আছে। স্কন্দ, পদ্ম এবং ভবিষ্য পুরাণে দীপাবলি সংক্রান্ত বিভিন্ন বিশ্বাস রয়েছে। এর একটি প্রধান কারণ হল, কার্তিক অমাবস্যায় শ্রী রাম যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন তাঁকে স্বাগত জানাতে অগণিত প্রদীপ জ্বালানো হয়েছিল। তারপর থেকে আলোর উৎসব শুরু হয় এবং দীপাবলি পালিত হতে থাকে। এই গল্পটা সবাই জানেন। কিন্তু, মা লক্ষ্মীর সঙ্গে দীপাবলির কী সম্পর্ক, শ্রী রাম দীপাবলিতে অযোধ্যা থেকে ফিরে এসেছিলেন কিন্তু কেন এই দিনে মা লক্ষ্মীর পুজো করা হয় ?
শ্রীরামের প্রত্যাবর্তনে জ্বলে প্রদীপ-
রামায়ণ সম্পর্কিত কাহিনি অনুসারে, ত্রেতাযুগে কার্তিক মাসের অমাবস্যার দিনে ১৪ বছর নির্বাসনের পর মা সীতা ও লক্ষ্মণ সহ ভগবান শ্রী রাম অযোধ্যায় ফিরে আসেন। তাঁকে স্বাগত জানাতে অযোধ্যার মানুষ প্রদীপ জ্বালিয়ে মিষ্টি বিতরণ করেন। প্রতি বছর, এই দিনটি শ্রী রামের প্রত্যাবর্তন উদযাপনের জন্য প্রদীপ জ্বালিয়ে এবং মিষ্টি বিতরণের মাধ্যমে পালিত হয়।
দীপাবলিতে কেন পালিত হয় লক্ষ্মীপুজো ?
মার্কন্ডেয় পুরাণ বলে যে, পৃথিবীতে যখন কেবল অন্ধকার ছিল, তখন একজন দেবী আবির্ভূত হয়েছিলেন। একটি উজ্জ্বল আলো নিয়ে পদ্মের উপর বসে। তিনি ছিলেন লক্ষ্মী। তাঁর আলোয় পৃথিবী সৃষ্টি হয়েছে। তাই এই দিনে লক্ষ্মীপুজোর প্রথা রয়েছে। শ্রীমদ ভাগবত পুরাণে বলা হয়েছে যে, সমুদ্র মন্থন থেকে লক্ষ্মী অষ্টম রত্নরূপে সমুদ্র থেকে আবির্ভূত হন। অতএব, এই দিনে মানুষ তাদের ঘর সাজায় এবং দেবী লক্ষ্মীকে স্বাগত জানায়, তাঁর পুজো করে। কারণ দেবী কেবল সেই বাড়িতেই বাস করেন যেখানে পরিষ্কার, শান্তি এবং সুখের পরিবেশ থাকে। তাই ঘর পরিষ্কার ও সাজিয়ে দীপাবলি উদযাপনের রীতি রয়েছে। কারণ লক্ষ্মী সুখি এবং দীর্ঘ সময় ঘরে থাকেন বলে বিশ্বাস করা হয়। লক্ষ্মী-বিষ্ণুর বিয়েও হয়েছিল দীপাবলির রাতে।
দীপাবলিতে লক্ষ্মীপুজোর গুরুত্ব-
মা লক্ষ্মীকে ধন, ঐশ্বর্য ও গৌরবের দেবী মনে করা হয়। কার্তিক অমাবস্যার পবিত্র তিথিতে, সম্পদের দেবীকে খুশি করে সমৃদ্ধির আশীর্বাদ চাওয়া হয়। বিশ্বাস করা হয় যে, যাঁরা এই দিনে রাত্রিকালীন বা প্রদোষ কালে দেবী লক্ষ্মীর আরাধনা করেন, তাঁদের বাড়িতে কখনও অর্থের অভাব হয় না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।