Shani Dev: শীতকালে এই কাজটি করলে কখনও আপনার উপর রাগ করবেন না শনিদেব
Astrology: শনিবারকে শনি সংক্রান্ত জিনিস দান করার জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে শনিকে শ্রম ও পরিশ্রমের কারক বলে মনে করা হয়
কলকাতা : শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। শনিদেব সর্বদা তাঁর ভক্তদের তাঁদের কর্ম অনুসারে ফল দেন। তাই মানুষ শনিদেবকে খুশি করার জন্য সব রকম চেষ্টা করেন। আপনি যদি শনিদেবকে খুশি করতে চান তাহলে শীতকাল হল সবচেয়ে উপযুক্ত সময়।
ঠান্ডার সময় শনিদেবকে খুশি করা সহজ, কারণ শীতকালে করা দান শনিদেবের আশীর্বাদ নিয়ে আসে। শনিদেবকে খুশি করার জন্য, মানবজাতির কল্যাণে সাহায্য করা বা কাজ করার পাশাপাশি তাঁর পুজো করা খুবই গুরুত্বপূর্ণ। শীতকালে শনিদেবকে খুশি করতে চাইলে এই সময়ে কম্বল দান করুন। বিশেষ করে শনিবারে কম্বল দান করুন। এই কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ে অনেক দরিদ্র মানুষ রাস্তায় ঘুমান। তাঁদের প্রয়োজনীয় জিনিস দান করলে শনিদেব খুশি হন।
ডিসেম্বর ও জানুয়ারি মাসে শীত চরমে থাকে। তাই এই সময়ে কাপড় বা কম্বল দান করা জরুরি। এটি করতে পারলে কর্মক্ষেত্রে দারুণ সাফল্য মেলে। আপনার আটকে থাকা কাজও শেষ হয়ে যাবে। এছাড়াও, শীতকালে কম্বলের সঙ্গে পশমি কাপড় দান করাও শুভ বলে মনে করা হয়। পশমের বস্ত্র, জুতো এবং শীতের সুরক্ষা সামগ্রী দান করলে মানুষের দুঃখ দূর হয় এবং তার জেরে দাতার সম্পদ লাভ হয়। শনিদেবের আশীর্বাদ পেতে দান করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই এই জিনিসগুলি সত্যিকারের মনে দান করলে শনিদেব খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ করেন।
শনিবারকে শনি সংক্রান্ত জিনিস দান করার জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে শনিকে শ্রম ও পরিশ্রমের কারক বলে মনে করা হয়। এর পাশাপাশি যারা দরিদ্র ও অসহায় তাঁদের সেবা ও সাহায্য করলে শনি সবচেয়ে বেশি খুশি হন। শুধু তা-ই নয়, যাঁরা অন্যের ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেন তাঁদের জন্যও শনি শুভ ফল নিয়ে আসে। শনিবার কালো কম্বল দান করা যায়। এই দিনে সূর্যাস্তের পর যে কোনও সময় কালো কম্বল দান করতে পারেন।
থ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে