Guru Purnima 2024: অর্থাভাব থাকবে না, কেরিয়ারে লক্ষ্য অর্জন; শত্রুর বাধা থেকেও মিলবে মুক্তি; গুরু পূর্ণিমায় করুন এই কাজ
Ashadha Purnima 2024 :
কলকাতা : গুরুপুজোর মহা উৎসব গুরু পূর্ণিমা ২১ শে জুলাই। আষাঢ় পূর্ণিমা হল গুরু বেদব্যাসের জন্ম-তারিখ, যিনি ১৮টি প্রধান পুরাণের পাশাপাশি মহাভারত, শ্রীমদভাগবত কথার মতো গ্রন্থ রচনা করেছিলেন। যদিও বেশিরভাগ লোকেরই ধর্মীয় গুরু আছে, কিন্তু আপনি যদি কাউকে আপনার গুরু না করে থাকেন তবে গুরু পূর্ণিমায় ভগবান শিব, বিষ্ণুর পুজো করা শুভ। এতে জীবনে সুখ শান্তি আসে। আপনি গুরু পূর্ণিমায় হলুদ সম্পর্কিত বিশেষ প্রতিকারও করতে পারেন, এটি আপনার কর্মজীবনের বাধা দূর করবে।
গুরু পূর্ণিমায় করুন হলুদের এই উপায়-
আর্থিক সুখ : গুরু পূর্ণিমায়, ১১টি গরুর গায়ে হলুদের তিলক লাগান, তারপর সেগুলি দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এবং পরের দিন সকালে এই গাভিগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে নিরাপদে রাখুন। এটা বিশ্বাস করা হয় যে, এর ফলে অর্থের কোনও অভাব হয় না।
কেরিয়ারে উন্নতি- জ্যোতিষশাস্ত্র অনুসারে, হলুদকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। ভগবান বিষ্ণুর প্রিয় রং হল হলুদ এবং হলুদও দেবী লক্ষ্মীর প্রিয়। তাই গুরু পূর্ণিমায় হলুদের মালা পরলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। ব্যক্তির জীবনে মানসিক শান্তি পাওয়া যায়, যে কারণে একজন ব্যক্তি কেরিয়ারে তার লক্ষ্য অর্জনে সফল হন।
শত্রুর বাধা- জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতিকে বা গুরু গ্রহকে জ্ঞান, শিক্ষা, ভাগ্য এবং সমৃদ্ধির গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শত্রুর বাধা থেকে মুক্তি পেতে চাইলে এই দিনে স্নান করার পর কাঁচা সাদা তুলো নিয়ে তুলসি গাছের চারপাশে মুড়িয়ে দিন। তুলসি মন্ত্র জপ করুন।
প্রসঙ্গত, একাধিক গুণাবলী দেখে তবেই করতে হবে গুরু নির্বাচন। সেই গুরুরই বিশেষ দিন এই গুরু পূর্ণিমা। তিথি অনুযায়ী, এবার ২১ জুলাই তা পালন করা হবে। আর, গুরুপূর্ণিমা তিথি'র ব্যাপ্তি (Duration) ২০ শে জুলাই ২০২৪, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ২১ শে জুলাই ২০২৪, রবিবার বিকাল ৪টা ১৬ মিনিট পর্যন্ত ।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।